খবরবিনোদনসিরিয়াল

শুরুতেই বাজিমাত, নাগিন হয়ে কাঁপাচ্ছে পঞ্চমী! কোথায় জ্যাস-মিঠি? রইল এসপ্তাহের TRP তালিকা

আজ বৃহস্পতিবার। প্রতিটি সিরিয়াল প্রেমীদের জন্য আজ টিআরপির দিন। টিআরপি বর্তমানে বিপুল পরিমানে প্রাধান্য পায়। তাই সিরিয়ালের মেয়াদ তার উপরেই নির্ভরশীল। জী বাংলা ও স্টার জলসা (Star Jalsha) বাংলা বিনোদনের জনপ্রিয় দুই চ্যানেল। এই দুই চ্যানেলে সর্বদাই এক রেষারেষি লেগে থাকে। টিআরপি তালিকায় (TRP List) তার ছাপ স্পষ্ট থাকে। তালিকায় উপরের দিকে কে থাকবে বা প্রথম স্থানে কে থাকছে সেই নিয়ে একটা টানটান উত্তেজনা তৈরী হয় দর্শক মাঝে।

সম্প্রতি, জী বাংলা ও স্টার জলসা উভয় চ্যানেলেই নতুন কিছু ধারাবাহিক শুরু হয়েছে। কিছু ধারাবাহিক এতদিন ঠিকঠাক জনপ্রিয়তা না পেলেও এবার তালিকায় উঠে আসছে। বিগত কয়েক সপ্তাহ যাবৎ টিআরপি তালিকা লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেঙ্গল টপার এখন জী বাংলার ‘জগদ্ধাত্রী’। তবে সবাইকে চমকে দিয়ে শুরুতেই বাজিমাত করেছে সুস্মিতা দের নতুন সিরিয়াল ‘পঞ্চমী’।

panchomi serial

শেষ সপ্তাহে তালিকায় সেরা দশে মাধবীলতা। দর্শকের প্রিয় মিঠাইয়ের সঙ্গে পেরে উঠছেনা নবাব নন্দিনী। আবারও স্লট লিডার মিঠাইরানী। এই সপ্তাহের তালিকাতেও প্রথম স্থানে জগদ্ধাত্রী। তবে সবাইকে চমকে দিয়ে এবারে তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে পঞ্চমী ধারাবাহিকটি। এরপর তৃতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা।

zee bangla upcoming serial neem fuler modhu

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ

প্রথম- জগদ্ধাত্রী (৮.৬)
দ্বিতীয়- পঞ্চমী (৮.৪)
তৃতীয়- অনুরাগের ছোঁয়া (৮.০)
চতুর্থ- গৌরী এলো (৭.৮)
পঞ্চম- খেলনা বাড়ি/ নিম ফুলের মধু (৭.৭)
গাঁটছড়া (৭.১)/ ধুলোকণা (৭.১)
আলতা ফড়িং (৭.০)
এক্কা দোক্কা (৬.৫)
মিঠাই (৬.৪)
সাহেবের চিঠি (৬.৩)

প্রথম সপ্তাহেই এমন সাফল্য সত্যিই খুশির খবর। হয়তো আগামী দিনে বেঙ্গল টপার হবে পঞ্চমী। অন্যদিকে শেষ সপ্তাহে ধূলোকনার নাম্বার অনেকটাই কমেছে। আর মিঠাই সিরিয়ালেরও নম্বর কমেছে এবারে ৬.৪ পেয়ে নবম স্থানে রয়েছে মিঠাই।

1Minutenewz Google News Subscribe
Back to top button