বাংলা বিনোদন (Bengali Serial) এখন দর্শকদের এক বিরাট মনোরঞ্জনের অংশ। নতুন পুরোনো সকল গল্পকেই আপন করে নেন দর্শক। প্রতিটি চরিত্র হয়ে ওঠে এক এক জনের প্রিয় চরিত্র। বাংলা সিরিয়ালের যে টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পায় প্রতি বৃহস্পতিবার, তার ফলাফল জানতে উৎসুক হয়ে থাকেন সকল সিরিয়ালপ্রেমীরা। বেশ কয়েক সপ্তাহ আগে পর্যন্তও টিআরপি তালিকায় ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালকেই বেঙ্গল টপার হিসাবে দেখে এসেছেন দর্শক।
সময়ে সময়ে এই স্থান বিভিন্ন ধারাবাহিকের দখলে দেখা যায়। তবে বর্তমানে ‘পরিণীতা’ একক ভাবে ধরে রেখেছে জায়গাটিকে। আজ বৃহস্পতিবার, টিআরপি তালিকা প্রকাশ পেতেই বেঙ্গল টপার সিরিয়ালের নাম সামনে আসতেই দর্শকরা বেজায় খুশি হয়েছেন। পাশাপাশি অন্যান্য ধারাবাহিক গুলির কে কতটা এগিয়ে চলেছে এই টিআরপি দৌড়ে তা দেখেও দর্শক বেশ অবাক হয়েছেন।
বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা | Bengali Serial TRP List
পরিণীতা 6.9 *প্রথম
চিরদিনই তুমি যে আমার 6.6 * দ্বিতীয়
ফুলকি 6.5 * তৃতীয়
জগদ্ধাত্রী, পরশুরাম 6.3
রাঙামতি 6.1
দাদামণি 6.0
রাজরাজেশ্বরী রাণী ভবানী, ও মোর দরদিয়া 5.8
জোয়ার ভাঁটা 5.7
ষ্টার জলসার নতুন সিরিয়াল ‘ও মোর দরদিয়া’র হাত ধরে সম্প্রতি ছোট পর্দায় ফিরেছেন দর্শকদের প্রিয় ‘বাহামনি’ অভিনেত্রী রণিতা। বাহামনির পর তিনি আবার কবে ছোটপর্দায় ফিরবেন সেই আশাতে ছিলেন ভক্তরা। আর নতুন ধারাবাহিকে ফিরেই তিনি চমক দিলেন ভক্তদের। জায়গা করে নিলেন তালিকায় সেরা দশে।








