কামারকুন্ডু ব্রিজ উদ্বোধন! ৩ রা জুন সিঙ্গুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

খুব শীঘ্রই সিঙ্গুর সফরে রওনা হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। সেই মাটিতে আবারও একবার পা রাখতে চলেছেন যেখান থেকে নিজের এক অন্য যাত্রা

Desk

3rd june chief minister mamata banerjee going to singur

খুব শীঘ্রই সিঙ্গুর সফরে রওনা হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। সেই মাটিতে আবারও একবার পা রাখতে চলেছেন যেখান থেকে নিজের এক অন্য যাত্রা শুরু করেছিলেন তিনি। সিঙ্গুরে আগামী ৩ রা জুন তার যাবার কথা। সম্প্রতি তিনি জঙ্গলমহল সফরে গিয়েছিলেন তিনি সেখান থেকে গায়ক কেকের মৃত্যুর খবরে তড়িঘড়ি সেখানকার সভা মিটিয়ে কলকাতায় ফেরত আসেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) পরিকল্পনা অনুযায়ী, তিনি প্রথমে উত্তরবঙ্গ তারপর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এছাড়াও আসানসোল, পশ্চিম বর্ধমান-পূর্ব বর্ধমান পর্যন্ত সফরের পরিকল্পনা তার। জেলায় জেলায় সফরে তিনি সভা করে কাজকর্মের পরিদর্শনে নেমেছেন। বেগতিক কিছু দেখলেই সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সফরে জেলা আধিকারিকদের দিকে প্রশ্নের আঙ্গুল তুলেছিলেন তিনি এই সব যাতে আবার না হয়।

 

View this post on Instagram

 

A post shared by Mamata Banerjee (@mamataofficial)

৩ রা জুন সিঙ্গুর সফরে মুখ্যমন্ত্রী (3rd June Chief Minister going to Singur)

প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর জেলা সফরের জোরকদমে আয়োজন চলছে। জানা যাচ্ছে সিঙ্গুরের বাজমেলিয়ায় একটি মাঠে মঞ্চ বাঁধার প্রস্তুতি চলছে। সেখানে তদারকি করছেন জেলা আধিকারিকরা। তৃণমূল কর্মীরা আশায় আছেন মুখ্যমন্ত্রী ওই সভায় পঞ্চায়েত ভোট নিয়ে হয়তো প্রার্থীদের আশার বার্তা দেবেন। এছাড়াও জানা যাচ্ছে, ওই দিন তিনি বাজমেলিয়ার মঞ্চে কিছু প্রকল্পেরও চালু করার কথা জানাতে পারেন।

এছাড়াও বহু প্রতীক্ষিত কামারকুন্ডু ব্রিজ তিনি ঐদিন উদ্বোধন করবেন। অর্থাৎ ৩ রা জুন মুখ্যমন্ত্রীর হাতেই কামারকুন্ডু ব্রিজ উদ্বোধন হতে চলেছে। সরকার ও রেলের যৌথ উদ্যোগে এই ব্রিজটি সম্পূর্ণ হয়েছে। সেখানকার শ্রণীয় বিধায়ক বেচারাম মান্নার কোথায় স্থানীয় এলাকাবাসীরা চান মুখ্যমন্ত্রী নিজে ওই ব্রিজ তাদের জন্য উদ্বোধন করুক।

Related Post