বাপ বাপ বলে পালাবে ময়লা, রইল ১০ মিনিটে নোংরা বেসিন নতুন করার ৫ টি পদ্ধতি!

আমাদের প্রতিদিনের ব্যবহারের একটি জিনিস হল বেসিন। এই বেসিন আমাদের প্রতিদিন ব্যবহার হয়। আর বেসিনে বেশি দাগছোপ পড়তে দেখা যায়। অনেকের বাড়িতেই সাদা রঙের বেসিন

Saranna

5 way to clean your dirty basin

আমাদের প্রতিদিনের ব্যবহারের একটি জিনিস হল বেসিন। এই বেসিন আমাদের প্রতিদিন ব্যবহার হয়। আর বেসিনে বেশি দাগছোপ পড়তে দেখা যায়। অনেকের বাড়িতেই সাদা রঙের বেসিন দেখা যায়। সাদা তে বেশি দাগছোপ বোঝা যায়। কিন্তু এই দাগছোপ থেকে পরিত্রাণ কীভাবে পাবেন জানেন কী? জেনে নিন বেসিন পরিষ্কারের (Besin Cleaning) পাঁচটি পদ্ধতি। যেগুলো প্রয়োগ করলেই আপনার বেসিন হবে নতুনের মতন। 

প্রথম পদ্ধতি : বেকিং সোডা, লেবুর রস আর কয়েক ফোঁটা বাসন ধোয়ার লিক্যুইড সাবান এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি বেসিনে মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ, তারপর স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। একেবারে নতুনের মতো চকচক করবে। 

5 way for dirty sink cleaning

দ্বিতীয় পদ্ধতি : রাত্রি বেলা যখন বেসিনের সব কাজ শেষ হয়ে যাবে, তখন অল্প জলের মধ্যে এক ছিপি ডেটল নিয়ে মিশ্রণ বানিয়ে গোটা বেসিনে ছড়িয়ে দিন, বেসিনে থাকা সব জীবাণু ধ্বংস হয়ে যাবে। বেসিন থাকবে পরিষ্কার। 

তৃতীয় পদ্ধতি : বেসিনের কল ভালো করে বন্ধ না করলে বেশি ময়লা জমে। এই ময়লা দূর করতে লিক্যুইড বা গুঁড়ো সাবানের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে নিন। এরপর এটা দিয়ে পরিষ্কার করুন। 

5 way to clean your dirty sink

চতুর্থ পদ্ধতি : সপ্তাহে একবার কীটনাশক দিয়ে বেসিন পরিষ্কার করার চেষ্টা করুন। তা যদি না থাকে পাতিলেবুর রস দিয়ে বেসিন পরিষ্কার করুন। এছাড়া বেসিনে ন্যাপথ্যালিন রেখে দিন। দূর্গন্ধ হবে না, জীবাণুও বাসা বাঁধবে না। 

পঞ্চম পদ্ধতি : লেবুর রস টা লেবু থেকে বের করে নিন। এরপর খোসার উপর অল্প পরিমাণে নুন দিন, এরপর এই লেবুটিকে নিয়ে বেসিনে ঘষে নিন, ১ মিনিট পর্যন্ত ঘষে নিন, তারপর জল দিয়ে নোংরা ধুয়ে ফেলুন। এরপর বাসন মাজা জালি তে সাদা মাজন দিয়ে আবার বেসিন টাকে ঘষুন। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন, একেবারে নতুনের মতো চকচক করবে। 

Related Post