বিদেশ থেকে পড়াশুনায় ডিগ্রি নিয়ে, দেশে ফিরে বলিউড কাঁপাচ্ছেন এই ৭ অভিনেত্রী

বিদেশে পড়াশুনা করতে যাওয়া অনেক ছাত্র ছাত্রীর কাছেই আকাশ ছোঁয়ার মতো। পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহ ছাত্র ছাত্রীকে বিদেশের পথে পাড়ি দিতে উৎসাহ যোগায়। তবে, বিদেশে

Desk

7 actress who completed education in abroad

বিদেশে পড়াশুনা করতে যাওয়া অনেক ছাত্র ছাত্রীর কাছেই আকাশ ছোঁয়ার মতো। পাশ্চাত্য শিক্ষার প্রতি আগ্রহ ছাত্র ছাত্রীকে বিদেশের পথে পাড়ি দিতে উৎসাহ যোগায়। তবে, বিদেশে পড়তে যাবো বললেই তো পড়তে যাওয়া যায় না। ইচ্ছা থাকলেও অনেকেই পূরণ করে উঠতে পারেননা বিদেশে পড়াশুনা করার স্বপ্ন। তবে আজ আপনাদের বলিউডের এমন কয়েকজন জনপ্রিয় তারকা সন্তানদের (Star Kid) কথা জানাব যারা বিদেশর নামি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে দেশে ফিরেছেন। শুধু তাই নয়, তারা বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী (Actress)।

actress who completed education in abroad

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)

হিন্দি সিনেমা জগতের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী (Actress) শ্ৰীদেবী কাপুর ও বনি কাপুরের কন্যা জাহ্নবী কাপুর। বর্তমানে জাহ্নবীর বয়স ২৫ বছর। জাহ্নবী নিজের প্রথম অভিনয়ের পর থেকেই দর্শকের মাঝে তার আলাদা জনপ্রিয়তা গড়ে ওঠে। পরবর্তী ‘ধড়ক’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’র মত সিনেমায় অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এই অভিনেত্রী ছোট থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল তাই নিউইয়র্কের ‘লি স্ট্রাসবার্গ থিয়েটার এন্ড ফিল্ম ইনস্টিটিউট (Lee Strasberg Theatre and Film Institute)’ থেকে অভিনয়ে ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন অভিনেত্রী।

সোনম কাপুর (Sonam Kapoor)

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর ও সুনিতা কাপুরের কন্যা সোনম কাপুর। সোনম বলিউডের সুন্দরী অভিনেত্রীদের একজন। এই অভিনেত্রী (Actress) নিজের অসাধারণ অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘ভীড়ে দি ওয়েডিং’, ‘নীরজা’, ‘প্যাড ম্যান’ এর মত সিনেমায় অসাধারণ অভিনয় করেছেন। এই অভিনেত্রীও মুম্বাই থেকে ডিগ্রি সম্পূর্ণ করে আবার লন্ডনের ‘ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন (University of East London)’ থেকে ডিগ্রি নিয়ে দেশে ফেরেন।

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)

প্রিয়াঙ্কা চোপড়া নিজের ক্যারিয়ার প্রথম শুরু করেন ২০০০ সালে ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড (Miss India World)’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্যে দিয়ে। অভিনেত্রী বাবা ও মা দুইজনেই আর্মি চিকিৎসক পেশায় যুক্ত ছিলেন। তাই ছোট থেকেই অভিনেত্রী সহ তার পরিবার নানান জায়গায় বসবাস করেছেন, সাথে অভিনেত্রী পড়াশোনাও করেছেন বিভিন্ন স্কুল কলেজে। অভিনেত্রীর ১৩ বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউটন’, ‘ম্যাসাচুসেটস’, ‘সিডার র‌্যাপিডস, আইওয়া’ তে পড়াশুনা করেছেন তবে, পরে দেশে ফায়ার তিনি মুম্বাইতে ‘জয় হিন্দ কলেজ’ নিজের পড়াশুনা শেষ করেন ও ডিগ্রি প্রাপ্ত করেন।অভিনেত্রী জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অভিনয়ে প্রচুর খ্যাতি অর্জন করেছেন।

পরিণীতি চোপড়া (Parineeti Chopra)

পরিণীতি চোপড়া আম্বালায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সেনানিবাসে অস্ত্র সরবরাহকারী। পরিণীতি প্রথমে একজন বিনিয়োগ ব্যাঙ্ককর্মী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তিনি ইংল্যান্ডের ‘ম্যানচেস্টার ব্যবসায়িক বিজনেজ স্কুল (Alliance Manchester Business School)’ থেকে পাশ করে একটি বিনিয়োগ ব্যাংকে যোগদানও করেছিলেন কিন্তু আর্থিক সমস্যার কারণে যখন তিনি ভারতে আসেন আর ইন্টার্নশীপ এর সূত্রে সিনেমা জগতের সাথে জড়িয়ে পড়েন সিনেমার প্রতি তার আকর্ষণ জন্মায় তিনিও আজ বলিউডের একজন সেরা অভিনেত্রী।

সারা আলি খান (Sara Ali Khan)

বলিউডের নবাব হিসাবে খ্যাত জনপ্রিয় অভিনেতা সইফ আলী খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। সারা নিউইয়র্কের ‘কলম্বিয়া বিশ্ববিদ্যালয় (Columbia University)’ থেকে তার ডিগ্রি সম্পূর্ণ করে দেশে ফেরেন। সারা অনেক বছর নিজের ফিটনেস নিয়ে ভুগতেন। তবে, বর্তমানে তিনিও অভিনয় জগতে নিজের পরিচয় তৈরী করছেন। দর্শকের কাছে তিনি এখন বলিউড জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন।

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)

বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী জন্মগত বিদেশিনী। হংকং তার জন্ম তবে অভিনেত্রীর মা একজন সামাজিক কর্মী হওয়ার সুবাদে তিনি বিভিন্ন দেশে বসবাস করেছেন। তিনি বেশিরভাগ মায়ের নির্মিত গৃহ স্কুলেই শিক্ষা গ্রহণ করেছেন। তিনি লন্ডনে পড়তে গিয়েছিলেন কিন্তু অভিনয়ের পড়ি আকর্ষণ থেকে তিনি তার পড়াশুনা সম্পন্ন না করেই ভারতে ফিরে আসেন। বর্তমানে ক্যাটরিনা বলিউডের সেরা ও সুন্দরী অভিনেত্রীদের একজন।

 কারিনা কাপুর খান (Kareena Kapoor khan)

বলিউডে এই অভিনেত্রী বেবো নাম পরিচিত। বম্বের মহারাষ্ট্রে অভিনেত্রী জন্ম। অভিনেত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হাভার্ড সামার স্কুলে (Harvard Summer School)’ এ মাইক্রোকম্পিউটার নিয়ে একটি তিন মাসের কোর্সে ভর্তি হন। তারপর ভারতে তিনি মুম্বাইয়ের সরকারি আইনি স্কুলে আইন শিক্ষা গ্রহণ করেন। তবে অভিনেত্রী একথা স্বীকার করেছেন যে, পড়াশুনার প্রতি তার বিশেষ ঝোঁক ছিল না তাই নিজের অভিনয়ের উপরের তিনি ফোকাস করতে শুরু করেন। কারিনা বলিউডের সুন্দরী, ও গ্ল্যামারাস অভিনেত্রীদের একজন।

Related Post