যতই আসুক নতুন হিরো, সবসময়ের জন্য সর্বকালের সেরাদের সেরা মানুষটি হলেন উত্তম কুমার। হিরো/ নায়ক/ মহানায়ক যা-ই তকমা দেবেন, তাঁর নামের আগে বসে যাবে। বাঙালির ইমোশনের বিভাগের মধ্যে একটি বিভাগ হল চলচ্চিত্র। আর সেই চলচ্চিত্রের ইমোশন ব্যক্তিত্ব হল মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)। তাঁর মৃত্যুর ৪৩ বছর পরও তিনি সকল বাঙালীর মননে বেঁচে আছেন।
এই উত্তম কুমারের জীবন নিয়ে কত রকম চলচ্চিত্র, নাটক ইত্যাদি ইত্যাদি সকল দর্শকদের কাছে নতুন ভাবে উপস্থাপিত হয়েছে। এবার তাঁরই অভিনীত একটি ছবি নতুন ভাবে রিমেক হয়ে আসছে দর্শকদের সামনে। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সেকথা। ১৯৬৬ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায়ের ছবি ‘নায়ক’। সেই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। আর সেই নায়ক ছবির রিমেক আসছে তাতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন টলিউড সুপারস্টার দেব (Dev)।
এই ছবির পরিচালকের দায়িত্বে থাকছেন রামকমল মুখোপাধ্যায়। তবে নাকি ছবিটি রিমেক নয়। উত্তম কুমারের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এই ছবির সূচনা হবে। সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের সঙ্গে একপ্রস্থ কথাবার্তা হয়ে গেছে। নায়ক না হয় দেব হল। কিন্তু নায়িকা কে হবে? রুক্মিণী মৈত্র। তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ আসল নামই নয় উত্তম কুমার! কেন মা-বাবার দেওয়া নাম পাল্টেছিলেন মহানায়ক?
এই গুঞ্জন প্রসঙ্গে রামকমল মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনও শেষ হয়নি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ এর কাজ। সেখানে কীভাবে নায়ক ছবির কথা আসে তা আমি জানি না। তিনি নতুন ছবির কথা একেবারেই অস্বীকার করেছেন। এর আগে উত্তম কুমারের নায়ক ছবিকে শ্রদ্ধা জানিয়ে সৃজিত মুখোপাধ্যায় ২০১০ সালে করেছিলেন ‘অটোগ্রাফ’। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন প্রসেনজিৎ। সেই ছবিও বেশ হিট হয়েছিল। আজও মানুষ দেখেন। আগামী দিনে আবারও কি এরকম চমকানো কিছু আসতে চলেছে কি? সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, এই মুহূর্তে দেব এখন অনেক ছবির কাজে ব্যস্ত। তাঁর হাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর ছবি। পুজোয় আসছে তাঁর অভিনীত বাঘাযতীন। এর আগে এরকমই এক ঐতিহাসিক চরিত্র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আবারও বাঘাযতীন করে থাকে লাগাবেন তা বলায় যার। সবেমাত্র শেষ হয়েছে ব্যোমকেশ ও দুর্গরহস্যের কাজ। বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘প্রধান’ সিনেমার জন্য। আদৌও কি এরকম কোনো ছবি আসবে? যদি আসে তাহলে মন্দ হয়না।