সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ এর মুকুল কে মনে আছে? সেই ছোট্টো মুকুলকে বড় পর্দায় হোক কিংবা ছোটো পর্দায় তাঁকে আমরা দেখতে পায়। কারোর বাবা হিসেবে, কারোর কাকা হিসেবে। কার কথা বলছি বুঝতে পারছেন? বাংলা বিনোদন জগতের একজন প্রতিভাবান অভিনেতা হলেন কুশল চক্রবর্তী (Kushal Chakraborty)। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার গঙ্গারাম সিরিয়ালে। তাঁকে দেখা গিয়েছে গঙ্গারামের বাবার চরিত্রে।
কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সর্বজয়া’। এই ধারাবাহিকে প্রবীণ অভিনেত্রী দেবশ্রী রায়ের বিপরীতে ছিলেন অভিনেতা কুশল চক্রবর্তী (Kushal Chakraborty)। ধারাবাহিক থেকে সিনেমা সব ক্ষেত্রেই তাঁকে পজিটিভ চরিত্রে দেখা যায়। কখনো ভালো বাবা, কখনও ভালো কাকা এই সব চরিত্রেই দেখা যায়। এর মাঝেই সামনে এসেছে ‘মাধবীলতা’ (Madhabilata) ধারাবাহিক-র প্রথম প্রমো। এই ধারাবাহিকে তিনি খল চরিত্রে অভিনয় করছেন। তাঁর চরিত্রের নাম পুষ্প রঞ্জন চৌধুরী (Pushparanjan Choudhury)।
প্রোমো তে দেখা গিয়েছে তাঁর ফাস্ট লুক। সেই লুকে অভিনেতাকে একটু অন্যরকম লাগছে। কপালে রয়েছে লাল তিলক, মুখে মোটা গোঁফ, চোখে কালো চশমা, চুলটা উলটে আছড়ানো, চোখে কালো চশমা, গলায় মোটা হার। এক হাতে সোনার ঘড়ি, আর এক হাতে সোনার রিসলেট। পরনে রয়েছে সাদা পাঞ্জাবিপাঞ্জাবি। এবার এই ভয়ংকর রূপেই পর্দা কাঁপাতে আসছেন সত্যজিৎ রায়ের সেই ছোট্ট মুকুল। যদিও এর আগেও তাঁকে খলচরিত্রে দেখা গিয়েছিল। ‘জড়োয়ার ঝুমকো’ এবং ‘একদিন প্রতিদিন’ ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এই নতুন সিরিয়ালটির চিত্রায়ণ করছেন প্রযোজক,চিত্রনাট্যকার স্নেহাশীষ চক্রবর্তী। বহুবছর পর খল চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি অভিনেতা। তিনি বলেন, আগেকার দিনের মত খল চরিত্র এখন আর দেখা যায়না। এখনকার দিনে খল চরিত্র মানেই খারাপ একজন মানুষ। কিন্তু আগেকার দিনে তা হত না। আগেকার দিনের খল চরিত্রে ভালো মন্দ দুটোই মেশানো থাকত।
আরও পড়ুনঃ ‘জঙ্গল আমার প্রাণ আছে, গাছ কাটতে এলে হাত কেটে নেব’! আসছে বন্য ‘মাধবীলতা’ রইল প্রোমো
তিনি এও বলেন, ‘আমার ভরসা আছে স্নেহাশিস চক্রবর্তীর ওপর। তিনি ইউনিক ভাবেই তৈরি করবেন আমার চরিত্রটিকে। একসময় আমি খল চরিত্রে অভিনয় করেছিলাম বলে লোকে আমাকে প্রশ্ন করেছিল, আমি এত খারাপ হলাম কী করে। আবার অনেকের ধারণা রয়েছে খল চরিত্রে যারা অভিনয় করেন, তাদের খল হতে গেলে মাথার উপর মানসিক চাপ পড়ে, তাই তারা বেশি পারিশ্রমিক পান। এই কথা একেবারেই ভুল। কখনোই ভিলেনরা বেশি পারিশ্রমিক পান না।’