শীতের দিন শেষ হয়ে গিয়েছে, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। রাজ্যের মানুষের উর্ধমুখী তাপমাত্রা বেশ অনুভব করতে পারছেন। আবহাওয়ার খবর অনুযায়ী বর্তমানে কোথাও থেকে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। আপাতত শুষ্কই থাকবে রাজ্য এমনকি উত্তরবঙ্গের অবস্থায় একই রকম থাকবে। প্রতিদিনই লাগাতার বেড়ে চলেছে তাপমাত্রা, বিশেষত পশ্চিমি জেলাগুলিতে। আগামী কয়েকদিনের মধ্যেই এই তাপমাত্রা ৪০° সেলসিয়াসে পৌঁছাতে পারে।
তাপমাত্রা যেমন একাধারে উর্ধমুখী হয়ে চলেছে তেমনি আগামী ২১ শে মার্চ আসতে চলেছে ঘূর্ণিঝড়। ওই দিন স্থলভাগে আছড়ে পড়তে চলেছে সিতরাং ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানা যাচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ঝড়ের ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যাবে পশ্চিমবঙ্গ।
আজকের আবহাওয়ার খবর তাপমাত্রা পূর্বাভাস (Weather Update)
আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫° সেলসিয়াস
বাতাসে আর্দ্রতা থাকবে ৭৩%
বাতাসের গতিবেগ ১১.১ কিমি/ ঘন্টা
আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৬০%
আজকের আবহাওয়া (Weather Update)
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দেওয়া আবহাওয়ার পূর্বাভাস মত, আজ অর্থাৎ শুক্রবার কলকাতা শহরের আকাশ পরিষ্কার থাকবে। রাজ্যের কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে বাতাসের শুষ্কতা বেশি হয়ে তাপমাত্রা বাড়লেও খুব একটা অস্বস্থি হবে না। আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৭° সেলসিয়াস এবং ২৫°সেলসিয়াস থাকবে। অনুমান করা হচ্ছে আগামী দুএকদিনের মধ্যেই তাপমাত্রা আরও ২° – ৩° বাড়তে চলেছে।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া আপডেট
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গে। এছাড়াও আগামী কয়েক দিনে তাপমাত্রা ২° – ৩° বাড়তে চলেছে। বৃহস্পতিবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮° সেলসিয়াস ও সর্বোচ্চ ছিল ২৭° সেলসিয়াস। আর আজ দার্জিলিং এর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭° ও ১৬° সেলসিয়াস।
একইভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে। আগামী ২-৩ দিনের মধ্যেই তাপমাত্রার পারদ চড়বে। তবে আশংকা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৪০° পর্যন্ত উঠে যেতে পারে।
আগামী কালের আবহাওয়ার আপডেট
আপাতত যেমনটা জানা যাচ্ছে আগামীকাল কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৫° ও ২২° সেলসিয়াস থাকবে। আকাশ মূলত রৌদ্রজ্বল ও পরিষ্কার থাকবে। বোঝাই যাচ্ছে গ্রীষ্মের মরশুমে তাপমাত্রা সত্যিই মাত্রাছাড়া বাড়তে চলেছে।