ফুটপাত থেকে মায়ানগরীতে প্রবেশ! একসময় হেরে গিয়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন এই জনপ্রিয় অভিনেতা

অভিনয় জগতের একজন বড়ো নক্ষত্র হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। টলিউড (Tollywood) বলিউড (Bollywood) উভয় ক্ষেত্রেই দাপটের সাথে একচেটিয়া সিনেমা করেছেন এই অভিনেতা। শুধু

Desk

actor mithun chakraborty talks about his hard struggle

অভিনয় জগতের একজন বড়ো নক্ষত্র হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। টলিউড (Tollywood) বলিউড (Bollywood) উভয় ক্ষেত্রেই দাপটের সাথে একচেটিয়া সিনেমা করেছেন এই অভিনেতা। শুধু তাই নয়, হিন্দি ও বাংলা ছাড়াও আরো ভিন্ন কয়েকটি ভাষায় চিনেমায় অভিনয় করেছেন তিনি। যেকোনো ভাষাতেই হোক না কেন অভিনেতা মিঠুন চক্রবর্তী সকলের মন জয় করে নিয়েছেন বারংবার। তাই তো তিনি ইন্ডাস্ট্রির মহাগুরু।

কিন্তু এই অভিনেতার শুরুর জীবন মোটেও খুব সহজ ছিলনা। অভিনয় জগতে আসতে অনেককেই অনেক রকম সংঘর্ষ ও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেইসব অভিনেতা অভিনেত্রীদের গল্প অনেককেই প্রেরণা যোগায়। কিন্তু এই মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) শুরুর যাত্রার কথা শুনলে চোখে জল আসতে বাধ্য। আজ এই অভিনেতা প্রায় ৩৫০ এর উপর সিনেমায় অভিনয় করে ফেলেছেন।

অভিনেতা মিঠুন চক্রবর্তীর যাত্রা (Actor Mithun Chakraborty’s Journey)

অথচ একদিন এই অভিনেতার ঠিকানা ছিল মুম্বাইয়ের পথঘাট। জোটেনি আশ্রয়। খাবারের কোনো ঠিক ছিলনা। এভাবেই একদিন কঠিন সংগ্রাম করে আজ এই জায়গায় দাঁড়িয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার অভিনয় অনবদ্য। কলকাতার ছেলে মিঠুন চক্রবর্তী পার্টিগত কারণে একসময় কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। ফিরে আসার কোনো সুযোগ ছিলনা।

কিন্তু মুম্বাইতে গিয়ে তাকে পড়তে হয় চরম সংকটে। রাস্তার ধারে ফুটপাতে কাটিয়েছেন এক একটা রাত। একবেলার খাবার জুটলে আরেকবেলা কি হবে সেই চিন্তা থাকতো সবসময়। শেষমেষ অভিনেতার এক বন্ধু তাকে মাটুঙ্গা জিমের মেম্বারশিপ দিয়েছিলেন যাতে তিনি ওই জিমের বাথরুম ব্যবহার করতে পারেন। রোজ সকালে সেখানে ফ্রেশ হয়ে অভিনেতার যুদ্ধ শুরু হতো। তিনি এক সাক্ষাৎকারেই এইসব জানিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন, একসময় তার মনে হয়েছিল তিনি আর পারবেননা। হার মেনে নেবেন। আত্মহত্যার কথাও চিন্তা করেছিলেন।

কিন্তু ১৯৭৬ সালে তিনি অভিনয়ে আত্মপ্রকাশের সুযোগ পান। তার জীবন ধীরে ধীরে বদলে যেতে থাকে। তার প্রথম ছবিই ছিল সুপারহিট। প্রথম ভারতীয় সিনেমার ১০০ কোটির ব্যবসা করা সিনেমা হয়েছিল সেই ‘আর্ট হাউস মৃগয়া’ তারপর একের পর এক ছবিতে অভিনয়ের সুযোগ পান অভিনেতা। আর সকলের কাছে হয়ে ওঠেন পরিচিত একজন। তার অভিনয় তাকে দর্শকের হৃদয়ে পৌঁছে দেয়।

Related Post