বাবাই টলিউড ‘ইন্ডাস্ট্রি’, কবে অভিনয়ে দেখা মিলবে ছেলের? নিজের মুখেই জানালেন প্রসেনজিৎ

যেখানে বাবা স্বয়ং ইন্ডাস্ট্রি সেখানে ছেলে ইচ্ছে রাখে ফুটবলার হওয়ার। বাবার মতো অভিনয়টা ঠিক মন বসাতে পারেননা মিশুক। তাই অভিনয় নিয়ে এখনো কিছু ভাবনা চিন্তা

Desk

actor prosenjit chatterjee son trishanjit will be a footballer

যেখানে বাবা স্বয়ং ইন্ডাস্ট্রি সেখানে ছেলে ইচ্ছে রাখে ফুটবলার হওয়ার। বাবার মতো অভিনয়টা ঠিক মন বসাতে পারেননা মিশুক। তাই অভিনয় নিয়ে এখনো কিছু ভাবনা চিন্তা সে করেনি মোটেও। এমনটাই শোনা গেলো প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ ওরফে মিশুকের কাছ থেকে। বাবা ছেলে বসেছিলেন আড্ডায়। আর সেখানেই অভিনয়ের প্রসঙ্গ উঠলে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) জানান ছেলে এখনো অভিনয় নিয়ে কিছু ভাবছেনা।

টলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ‘আমিই ইন্ডাস্ট্রি’ একথা অভিনেতার মুখে শোনা গেছে অনেকবার। অনেকেই এই অভিনেতার হাত ধরে অভিনয় জগতে নিজেদের জায়গা করে নিয়েছেন। প্রায় তিন দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিতের মতো অর্পিতা চ্যাটার্জীও (Arpita Chatterjee) একজন জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি তার একটি ছবিও মুক্তি পেয়েছিলো প্রেক্ষাগৃহে।

 

View this post on Instagram

 

A post shared by Trishanjit Chatterjee (@trish.c2005)

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ হবে ফুটবলার (Actor Prosenjit Chatterjee son Trishanjit Will be a footballer)

অর্পিতা চ্যাটার্জী মাঝখানে বেশ কিছু বছর অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে আবারও তাকে পর্দায় ফিরে আসতে দেখা গেছে। তাই স্বভাবতই যেখানে বাবা-মা দুইজনেই বেশ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সেখানে তাদের ছেলের অভিনয় জগতে আসাটাই স্বাভাবিক ব্যাপার। তাই সকলের মনে একটাই প্রশ্ন তৃষাণজিৎ চ্যাটার্জীকে (Trishanjit Chatterjee) কি পর্দায় দেখতে চলেছেন এবার দর্শক। তবে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী বলেছেন, তার ছেলে এখনই অভিনয় নিয়ে কিছু ভাবেনি।

আরও পড়ুনঃ সুপারষ্টার প্রসেনজিৎ কন্যা সৌন্দর্যে টেক্কা দেবে টলি সুন্দরীদের, রইল প্রেরণা চ্যাটার্জীর ভাইরাল ছবি

তারপর তিনি বলেন, ছেলে ফুটবল (Football) খেলতে খুব ভালোবাসে। খেলা বিষয়ক যেকোনো প্রশ্নের উত্তর সে ঝট করে দিয়ে দিতে পারে। তার ইচ্ছা সে ভারতীয় ফুটবল দলে খেলবে। এই প্রসঙ্গে অবশ্য অভিনেতা আরও বলেছেন তিনি ছেলেকে সময় দিয়েছেন। তিনি ২ বছর মতো সময় দিয়ে ছেলেকে জানিয়েছেন, ‘এখন তোমার কথা শুনছি, ফুটবলে নিজের যোগ্যতা প্রমান করে দেখাও। তবে ইন্ডাস্ট্রিতে এলে আমার কথামতো চলতে হবে’। অভিনেতার ছেলেকে তার মতোই দেখতে বেশ সুন্দর। তাই অভিনয়ে সে আসতেই পারে। তবে অভিনেতা জানিয়েছেন, তার ছেলে যদি খেলোয়াড় (Player) হতে পারে তবে অভিনেতা খুব খুশিই হবেন।

Related Post