পর্দার জনপ্রিয় ‘ভিলেন’ আসতে চলেছে মিঠাইতে! নতুন কোন বিপদ অপেক্ষা করছে মিঠাই-সিদ্ধার্থর জন্যে

বাংলার সেরা ধারাবাহিক মিঠাই (Mithai)। গত ৫৪ সপ্তাহ ধরে টিআরপির স্থানে সচল। মিঠাই ধারাবাহিকের কাহিনী দর্শকদের এতটাই পছন্দের যে, টিআরপি তালিকা থেকে কেউ সরাতেই পারছে

Saranna

actress arijita mukherjee coming on mithai serial

বাংলার সেরা ধারাবাহিক মিঠাই (Mithai)। গত ৫৪ সপ্তাহ ধরে টিআরপির স্থানে সচল। মিঠাই ধারাবাহিকের কাহিনী দর্শকদের এতটাই পছন্দের যে, টিআরপি তালিকা থেকে কেউ সরাতেই পারছে না। অন্যদিকে প্রতিদ্বন্দী চ্যানেল স্টার জলসা সবসময় চেষ্টা করে যাচ্ছে, মিঠাইকে টিআরপি থেকে সরিয়ে তাদের ধারাবাহিককে প্রথম রাখার । কিন্তু তা সত্ত্বেও কোনো মতেই হারাতে পারছে না মিঠাইকে।

টানা ৫৪ সপ্তাহ ধরে একই স্থানে রয়েছে মিঠাই। আর হবে নাইবা কেন একটা হাসিখুশি যৌথ পরিবারের কাহিনীর সামনে অন্য কিছু কি স্থান পায়? এই ধারাবাহিকের প্রতিটি পরিবারের সদস্যদের এক একটা কাহিনী রয়েছে, সেই কাহিনী গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে দর্শকদের সামনে তুলে ধরা হয় এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। প্রত্যেকটি চরিত্র আলাদা আলাদা গুণে পরিবেষ্টিত।

indrani serial can beat mithai serial soon2

তবে এই হাসিখুশি পরিবারের মধ্যেও রয়েছে অশান্তি। প্রথমে অশান্তিটা ছিল তোর্সা। তাঁর মোটিভ ছিল যেভাবেই হোক সিদ্ধার্থকে কাছে পাওয়া। তাই তো সে হাত মিলিয়েছিল ওমি আগরওয়ালদের সাথে। আর ওমিদেরও যথেষ্ট ক্ষোভ ছিল মোদক পরিবারের সাথে, ফলে সব মিলিয়ে মিঠাই পরিবারের ঘোর বিপদ। তোর্সার চরিত্রের উন্নতি ঘটেছে, সে এখন আর এই পরিবারের ক্ষতি চায় না। কারণ সে এই মোদক বাড়ির বড় বউ। তবে ওমি আগরওয়ালরা কিছুতেই পিছু ছাড়ছে না।

এই তো কদিন আগে ওমি সিদ্ধার্থকে গুলি করতে যায়, কিন্তু সেই গুলি মিঠাই এর গায়ে লাগে। আবার সম্প্রতি দেখা গিয়েছিল মোদক বাড়িতে বোমা ফিট করেছে সে। তবে এসব বিপদের হাত থেকে মুক্তি পেয়েছে মোদক পরিবার। এখন আবার খুশি ফিরে এসেছে মোদক পরিবারে। তবে এই খুশির হাওয়ার মধ্যে রয়েছে একটা দুঃসংবাদ।


মোদক পরিবারে আবারও নেমে আসবে কালো অন্ধকার। আবারও মিঠাইতে আসছে নতুন এক খলনায়িকা অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)। তাঁকে দেখা যাবে এক কাউন্সিলের চরিত্রে । তিনি জানান, মিঠাই এর সাথে সরাসরি শত্রুতা হবে না, তবে মোদক পরিবারের সবার সঙ্গে হবে। তাঁর শ্যুটিং শুরু হয়েছে শনিবার থেকে।

আরও পড়ুনঃ হাসি মুখে এক ফ্রেমে বন্দি ‘অদ্রিতৃষা’! মান-অভিমান মিটিয়ে অনুরাগীদের খুশির খবর দিলেন তারা

এর আগে তাঁকে দেখা গেছে, ‘ফেলনা’, ‘গোধূলি আলাপ’, ‘মেঘে ঢাকা তারা’ প্রভৃতি ধারাবাহিকে। ওমির মৃত্যুর বদলা নিতে আদিত‍্য আগরওয়ালও প্রস্তুত। আবার এদিকে এই জাঁদরেল ভিলেনের উপস্থিতি। এবার দেখা যাক, কে কীরকম খেলায দেখায়। মোদক পরিবার কি মুক্তি পাবে এই সমস্যা থেকে?

Related Post