খুব শীঘ্রই ছোটো পর্দায় ফিরছেন টিপু-বরফি! কোথায়, কোন চরিত্রে রইল বিস্তারিত

স্টার জলসায় জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori)। এই ধারাবাহিকটি শেষ হয়েছে এখনও এক মাসও হয়নি। ধারাবাহিকের লিড চরিত্র সহচরী অর্থাৎ

Saranna

actress arunima halder and indranil chatterjee coming back on television soon

স্টার জলসায় জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘আয় তবে সহচরী’ (Aay Tobe Sohochori)। এই ধারাবাহিকটি শেষ হয়েছে এখনও এক মাসও হয়নি। ধারাবাহিকের লিড চরিত্র সহচরী অর্থাৎ কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণে সময়ের আগেই শেষ করে দেওয়া হয় এই ধারাবাহিক। এ নিয়ে খুবই বিষণ্ণ ছিলেন সহচরী অনুরাগীরা। তবে সহচরী ছাড়াও আরও একটি জুটি দর্শকদের বেশ পছন্দের ছিল, সেটা হল বরফি ও টিপু জুটি।

বরফির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অরুনিমা হালদার (Arunima Halder) আর টিপুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জী (Indranil Chatterjee) । সহচরী ছাড়াও এই জুটি দর্শকদের বেশ কাছের, তাই যখন এই জুটিকেও অনুরাগীরা দেখতে পায়নি, খুবই মন খারাপ ছিল। তবে অনুরাগীদের মুখে হাসির ফোঁয়ারা ছোটাতে আবার ফিরছে টিপু বরফি জুটি।

aay tobe sohochori actress arunima halder and indranil chatterjee

আর সেই ফেরার ঝলক ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সত্যিই অনুরাগীদের মনে হাসি ফুটেছে। তারা দুজনেই আসছে জি বাংলার পর্দায় । ধারাবাহিকে না ফিরলেও তাদের দেখা যাবে, জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No. 1) এর মঞ্চে। কবে এই শোয়ের সম্প্রচার হবে, তা এখনও জানা যায়নি, তবে খুব শীঘ্রই যে দেখা মিলবে, তা বোঝায় যাচ্ছে।

উল্লেখ্য, বরফি তথা অভিনেত্রী অরুনিমা হালদার বর্তমানে কম্পিউটার সায়েন্স নিয়ে কলেজে পড়াশোনা করেছেন। তাঁর এই ধারবাহিকে প্রথম কাজ নয়, এর আগেও তিনি অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে। তাঁর প্রথম ছবি ২০১৫ ‘বেলাশেষে’। এছাড়াও তিনি অভিনয় করেছেন পাপ (২০১৯), ’তৃতীয় অধ্যায়’ (২০১৯), চেগু (২০১৯), ইত্যাদি আরও কিছু ছবিতে।

আর টিপু তথা অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জীরও এটা প্রথম কাজ নয়, এর আগেও তিনি অভিনয় করেছেন, অনেক ধারাবাহিকে। তিনি অভিনয় করেছেন, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ – এ জবা আর পরমের ছেলের ভূমিকায়। এটাই ছিল তাঁর প্রথম ধারাবাহিক। তবে এখন বিরতিতে রয়েছেন, খুব শীঘ্রই আবার ফিরবেন টিভির পর্দায়।

তাদের জুটিকেও দর্শক বেশ পছন্দ করতেন। আবারও তাদের পর্দায় একবার দেখতে পাওয়া গেলে মন্দ হয়না। তবে সেটা সময়ের অপেক্ষা তারা আর কোনো ধারাবাহিকে জুটি বেঁধে ফিরে আসেন কিনা। প্রসঙ্গত, দর্শককে একপ্রকার হতাশ করেই ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকটি শেষ করে দেওয়া হয়েছিল। এমনকি শেষ দিনে অভিনেত্রী কনীনিকা সেই এপিসোডে উপস্থিত থাকতে পারেননি। তাই দর্শক আবার সকলকে নতুন রূপে দেখতে উৎসুক।

Related Post