প্রথম সিরিয়ালের পরই ছাড়তে চেয়েছিলেন অভিনয়! কি ছিল কারণ? জানালেন অভিনেত্রী আয়েন্দ্রী

ধারাবাহিকে শুধু নায়ক নায়িকা থাকলে কিরকম একঘেয়ে লাগেনা, কারণ শুধু মিষ্টি তো প্রতি দিন খেতে ভালো লাগেনা, একদিন টক, একদিন ঝাল একদিন নোনতা এই নিয়েই

Saranna

actress ayendri roy shared her acting journey

ধারাবাহিকে শুধু নায়ক নায়িকা থাকলে কিরকম একঘেয়ে লাগেনা, কারণ শুধু মিষ্টি তো প্রতি দিন খেতে ভালো লাগেনা, একদিন টক, একদিন ঝাল একদিন নোনতা এই নিয়েই তো আমাদের জীবন। আর এই জীবনের প্রতিচ্ছবিই তো পর্দায় ফুটে ওঠে। তাই জীবনেও যেমন খল মানুষ থাকে, ধারাবাহিকেও তেমন খল চরিত্র তুলে ধরা হয়। এটা ছাড়া যেন ধারাবাহিক জমে না।

আসলে ঝাল না থাকলে যেন ভালোবাসা গাঢ় হয়না। মানুষ এই সব খল চরিত্রদের পছন্দ করেননা, রেগে যান দেখলে, কিন্তু এই রেগে যাওয়াতেই তো খল চরিত্রের সার্থকতা। এই খল চরিত্রের অভিনেত্রীদের মধ্যে বর্তমানে এক অন্যতম অভিনেত্রী হলেন, আয়েন্দ্রী রায় (Ayendri Roy)। টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় খল নায়িকা। টেলিভিশনের সুন্দরী খালনায়িকাদের একজন।

actress ayendri roy

কেরিয়ার শুরু হয়েছিল মডেলিং দিয়ে, এরপর স্টার জলসার ‘আদরিনী’ সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়। আয়েন্দ্রী বাঙালি হলেও তিনি যেন মিক্সচার মানুষ। কখনো গোয়া তো কখনো হায়দ্রাবাদ আবার কখনো দক্ষিণ ভারত এইসব জায়গা তে ছোটো বেলা কেটেছে। আর এত জায়গায় গিয়ে সেখানকার অভিজ্ঞতা, কথাবার্তা আচার আচরণ সবটাই তাঁর চরিত্রে ধরা পড়ে।

অভিনেত্রীর বাবা একজন সাংবাদিক ছিলেন, তার মা স্কুল টিচার। বাবা চেয়েছিলেন মেয়ে সাংবাদিকতাই করুক, কিন্তু বরাবর অভিনয়ের প্রতি ঝোঁক থেকে তিনি প্রথমে মডেলিংয়ে আসেন। বাবাকে পাশে পাননি, পেয়েছেন মাকে। প্রথম ধারাবাহিক করার পর, আন্দ্রেয়ীর মনে হয়, এইসব তার জন্য নয়, তাই অভিনয় জগৎ থেকে বিরতি নিতে চেয়েছিলেন। কিন্ত তিনি অভনয় ছাড়তে চাইলেও তার অভিনয়ের ট্যালেন্ট তাকে আবারও নতুন সুযোগ করে দেয়।

ayendri roy

তখন আর তিনি না করেননি। আবার নতুন চরিত্রে নতুন ধারাবাহিকে কাজ শুরু করেন। অভিনেত্রীকে বরাবর পার্শ্ব চরিত্রেই দেখা যায়। এই নিয়ে তার আক্ষেপ কতখানি সেকথার উত্তরে তিনি জানিয়েছিলেন, লিড করতে তো অবশ্যই ইচ্ছে করে। তবে তিনি পড়াশোনাটাকেও সমান গুরুত্ব দেন। অভিনেত্রীর কথায় পার্শ্ব চরিত্র করলে পড়াশোনার সময়টা অভিনয়ের ফাঁকে পাওয়া যায়। তিনি অভিনয়ের পাশাপাশি ইতিহাসে এম. এ করছেন।

আসলে, অভিনয় জীবনে অভিনেত্রীর পরিবারে তিনিই প্রথম ছিলেন। তাই  অভিনয় জগৎ সম্পর্কে, বা কি করতে হয় না হয় এসব কিছুই তাঁর জানা ছিলনা। আর সেই কারণেই প্রথম ধারাবাহিকের পর তার মনে হয়েছিল এটা তার জগৎ নয়। আবার ফিরে যেতে চেয়েছিলেন মডেলিংয়ে। কিন্তু হঠাৎ পান একটা নতুন ধারাবাহিকে সুযোগ।


‘আমি সিরাজের বেগম’ এর জন্য অফার আসে। অভিনেত্রী মনে করেন এরপর থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়ে। তারপর  একে একে তিতলি, গ্রামের রানি বীণাপানি, আলতা ফড়িং ধারাবাহিকে অভিনয় করেন। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে ‘আলতা ফড়িং’ ও ‘খেলনা বাড়ি’ এই দুই ধারাবাহিকে। আলতা ফড়িং-এ তার খল চরিত্র স্পষ্ট হলেও, খেলনা বাড়িতে তার চরিত্র এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়।

Related Post