বহুদিন পর পর্দায় ফিরছেন ‘চাঁদনী’, অভিনেত্রী দেবপর্নাকে নতুন রূপে পেয়ে বেজায় খুশি অনুরাগীরা

Debaparna Paul : বাংলা বিনোদন (Bengali Serial) জগতের অপর এক জনপ্রিয় অভিনেত্রী দেবপর্না পাল। এই পর্যন্ত অনেক ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মন জয় করেছেন

Nandini

actress debaparna paul coming back on new serial

Debaparna Paul : বাংলা বিনোদন (Bengali Serial) জগতের অপর এক জনপ্রিয় অভিনেত্রী দেবপর্না পাল। এই পর্যন্ত অনেক ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মন জয় করেছেন তিনি দর্শকদের। স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকের ‘চাঁদনী’ হয়ে তিনি দর্শক মনে আছেন বর্তমানে। চাঁদনী চরিত্রটা বেশ স্বল্প দিনের হলেও এখনও ভুলতে পারেননি দর্শক।

অভিনেত্রী সেই চরিত্র এত সুন্দর করে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন যে ‘চাঁদনী’ মনে রয়ে গেছে অনুরাগীদের। এই ধারাবাহিকের পরেও অভিনেত্রীকে ছোট ছোট চরিত্রে ‘কার কাছে কই মনের কথা’ ও ‘জল থই থই ভালোবাসা’য়  দেখা গিয়েছিল। তবে দর্শকের চোখে চাঁদনী’ই সেরা। জানা গেছে অভিনেত্রী আবারও পর্দায় ফিরছেন।

তবে এবারে আর কোনো ছোট চরিত্রে নয়। তিনি আবার পর্দায় ফিরছেন নায়িকা হয়ে। স্টার জলসার এই মুহূর্তের অপর এক জনপ্রিয় সিরিয়াল ‘উড়ান’ এ প্রিয়াঙ্কা চরিত্রে ফিরছেন দেবপর্না। এই প্রিয়াঙ্কা গল্পে সোমনাথের নায়িকা। সেই ভাবেই এন্ট্রি হতে চলেছে অভিনেত্রীর। এই খবরে বেজায় উচ্ছসিত অভিনেত্রীর অনুরাগীরা।

আরও পড়ুনঃ ওয়েডিং ফটোগ্রাফার থেকে সিরিয়ালের নায়ক! ‘তোমাদের রানী’র দুর্জয়ের সংগ্রামের কাহিনী জানেন?

অন্যদিকে, অভিনেত্রী নিজের এই নতুন চরিত্রের একঝলক শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। সেখানে অভিনেত্রীর এই নতুন লুক দেখে বেশ অবাক হয়েছেন দর্শক। তাকে এমন লুকে এর আগে সম্ভবত কোথাও দেখেননি দর্শক। ‘বোঝেনা সে বোঝেনা’র অনুদি থেকে মেয়েবেলার চাঁদনী সবেতেই তিনি অভিনয়ে জিতেছেন দর্শকের মন। এবার প্রিয়াঙ্কা চরিত্রের পালা। তবে এই প্রিয়াঙ্কা নেগেটিভ না পজিটিভ চরিত্র তা এখনই জানা যায়নি।