শ্রীময়ী’র পর আবার একবার নতুন অবতারে পর্দায় ফিরছেন অভিনেত্রী, খুশি অনুরাগীরা

টলিউড ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবলীনা দত্ত (Debleena Dutt)। ছোটো পর্দা থেকে বড় পর্দা সবেতেই তাঁর অবাধ বিচরণ। এখন পর্দায় তেমন একটা দেখা যায়না,

Saranna

actress debleena dutt coming on colours bangla in nayika no 1 serial

টলিউড ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবলীনা দত্ত (Debleena Dutt)। ছোটো পর্দা থেকে বড় পর্দা সবেতেই তাঁর অবাধ বিচরণ। এখন পর্দায় তেমন একটা দেখা যায়না, কিন্তু বিতর্ক বা সমালোচনার কারণে সবসময় শিরোনামে থাকেন। কিংবা দেখা যায় শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজে। কিন্তু এইভাবে থাকাকে মেনে নিতে পারেননা অনুরাগীরা। তাঁরা চান আবার আগের মতোই পর্দায় ফিরে আসুক।

আর তাই দীর্ঘদিন পর ফিরছেন পর্দায়। কালার্স বাংলার (Colours Bangla) পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক। যেসব অভিনেতা অভিনেত্রীরা প্রতি মুহূর্তে লড়েন, প্রতি মুহূর্তে জীবনের বিষপান করছেন, তারপরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। জনপ্রিয় হওয়ার পথে নানাবিধ বাধাবিপত্তিকে দূরে ঠেলে দিয়ে তারপরও যারা জনপ্রিয় হয়ে ওঠেন তাঁদের গল্প নিয়েই তৈরি হয়েছে এই ধারাবাহিক। নায়িকা নং ১ (Nayika No.1)।

debleena dutt coming in nayika no 1 serial

 

ধারাবাহিকের লিড রোলে থাকছেন ‘কন্যাদান’ খ্যাত ঋতব্রতা দে (Ritobrota Dey) এবং আয় তবে সহচরী খ্যাত ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। আর এই ধারাবাহিকেই দেখা মিলবে দেবলীনা দত্তকে। তাঁকে এক বিশেষ চরিত্রে দেখা যাবে। এই সংবাদে অনুরাগীরা বেশ খুশি। ২০১৬ সালে কালার্সের বিগ বস-এ অংশগ্রহণ করেছিলেন, তারপর এই চ্যানেলে ‘তিন শক্তির আধার-ত্রিশূল’ এ অভিনয় করেছেন। এরপর আবার দেখা মিলবে এই ধারাবাহিকে।

উল্লেখ্য, ধারাবাহিকে দেখা না গেলেও তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। শোনা যাচ্ছে খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘ম্যারেজ অ্যানিভার্সারি দা ইনফিনিটি পুল’। এখানে দেখা মিলবে এক অসমবয়সী প্রেমের গল্প। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন সুজন নীল মুখার্জী। এছাড়াও থাকছেন, রতন ঝাওয়ার, ইন্দ্রানী ঘোষ, ডক্টর সুজয় বিশ্বাস।

debleena dutt coming on colours bangla in nayika no 1 serial

এছাড়াও রয়েছে আরও একটি ছবি। পরিচালক তুলিরেখা রায়ের নতুন ছবি ‘স্বপ্নউড়ান’ এ তাঁকে দেখা যাবে। আর তাঁর সাথে জুটি বাঁধছেন ‘সোহাগ জল ’ খ্যাত হানি বাফনা। প্রথমবার এই জুটি দেখতে পাবেন দর্শকরা। দর্শকরা কতটা এই জুটিকে ভালোবাসে সেটাই দেখার। নয়ের দশকের পটভূমিতে নির্মিত হবে এই ছবি।

Related Post