টলিউডবিনোদন

বিচারের পালা শেষ, নতুন বছরে নতুন চমক অভিনেত্রী মনামীর! মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় পর্দায়

বাংলার কালজয়ী পরিচালক অনেকেই আছেন, সেই অনেকের মধ্যে অন্যতম একজন পরিচালক হলেন মৃণাল সেন। এই ৩০ শে ডিসেম্বর ছিল পরিচালকের চতুর্থ তম প্রয়াণ দিবস। আর এই প্রয়াণ কে কুর্নিশ জানিয়ে সৃজিত মুখোপাধ্যায় শুক্রবার টুইটারে তাঁর বায়োপিকের আপডেট দিয়েছিলেন। এই খবরে খুশিতে সকলেই ডগমগ। এই খবরের পর, একটাই কথা সকলের মাথায় আসছে মৃণাল সেনের বায়োপিকে মৃণাল সেন তাহলে কে হবেন?

যেখানে সৃজিত মুখোপাধ্যায় পরিচালক, সেখানে তো খুব ভালোই কাস্টিং হবে, সেটা জানা কথা। কিংবদন্তির বায়োপিকে অভিনয় করবেন এপার বাংলা এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। আর এই খবরে দুই বাংলায় এখন বেশ খুশিতে। তবে এতো মৃণাল সেনের কাস্টিং হল, তাঁর স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করবেন কে? শোনা যাচ্ছে মনামী ঘোষ (Monami Ghosh)।

srijit mukherji's new film padatik

এই সুন্দর কাস্টিং পেয়ে খুশি অভিনেত্রী মনামী ঘোষ। তিনি জানান, ‘আমি ১০০০ শতাংশ দিয়ে এই চরিত্রটি সকলের সামনে ফুটিয়ে তুলব। এই চরিত্রে বিভিন্ন বয়সের রূপ তুলে ধরা হবে। অল্প বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত রূপ তুলে ধরা হবে। তাই সেইসব লুক সেট চলছে। এই মাসেই শুরু হবে শ্যুটিং’।

বর্তমানে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে মনামী। গীতা সেনের চরিত্র কে আয়ত্ত করতে একটি ভিডিও ক্লিপিং দেখিয়েছিলেন সৃজিত। সেই ভিডিওতে রয়েছে গীতা সেনের সাথে মৃণাল সেনের সাক্ষাৎকার। আর সেই ভিডিও দেখেই বাড়িতে বসে প্রস্তুতি নিচ্ছেন মনামী। তবে তাঁর বিপরীতে যিনি থাকছেন, তাঁর সাথে এখনও আলাপ হয়নি মনামীর।

manami ghosh

তবে শুটিং শুরু হওয়ার আগে ওয়ার্কশপে আলাপ সেরে নেবেন। উল্লেখ্য, সৃজিত এই ছবিটিকে ওয়েব সিরিজের আকারে করতে চেয়েছিলেন। লকডাউনের সময় থেকে চিত্রনাট্য লেখা শুরু করেন। আর এই চিত্রনাট্য লেখাতে সাহায্য করেছিলেন মৃণাল পুত্র কুণাল সেন। কিন্তু বর্তমানে সিনেমা করারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

1Minutenewz Google News Subscribe
Back to top button