ভন্ড শৈলজাকে শাস্তি দিতে পর্দায় ফিরছেন মা ভবতারিণী! ‘গৌরী এলো’ ধারাবাহিকে নতুন চমক

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এল’। ধারাবাহিকটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সন্ধ্যা সাড়ে সাতটা বাজলেই দর্শকরা বসে পড়েন টিভির সামনে। তার ফলশ্রুতি দেখা যাচ্ছে

Saranna

actress tanushree bhattacharya coming back on gouri elo serial

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এল’। ধারাবাহিকটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সন্ধ্যা সাড়ে সাতটা বাজলেই দর্শকরা বসে পড়েন টিভির সামনে। তার ফলশ্রুতি দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় বেশ ভালোই ফল করছে। তাই নিজেদের জায়গা ধরে রাখতে নির্মাতারা ধারাবাহিকের কাহিনীতেও আনছেন নতুন চমক। সাথে সাথে ধারাবাহিকে আসছেন নতুন নতুন অভিনেতা-অভিনেত্রীও।

সম্প্রতি গৌরী এল ধারাবাহিকেও প্রবেশ ঘটেছে অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্যর (Tanushree Bhattacharya)। যদিও সে নতুন নয়। কিন্তু গৌরী এল তে সে নতুন মুখ। এই ধারাবাহিকের আগে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘কী করে বলবো তোমায়’ এবং ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে মা ভবতারিণীর চরিত্রে অভিনয় করেছিলেন। যাঁকে বারংবার রানি মা স্বপ্নে এবং বাস্তবে দেখতে পেতেন । এই চরিত্রে অভিনয় করার পর বেশ জনপ্রিয় হয়েছিলেন।

actress tanushree bhattacharya coming back on gouri elo serial

এই নতুন জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘদিন পর নিজের ছুটি শেষে আবারও ফিরেছেন ছোটপর্দায়। আসলে তিনি করুণাময়ী রাণী রাসমণিতে অভিনয়কালীন সময়েই অন্তঃসত্ত্বা হন। অন্তঃসত্ত্বা অবস্থায় ভবতারিণী’র ভারি মেকআপ আর এক টানা শ্যুটিং করতে তাঁর অসুবিধা হচ্ছিল। তাই তিনি মাতৃত্বকালীন ছুটি নেন।

গত বছর ডিসেম্বর মাসে তিনি কন্যসন্তানের জন্ম দেন। এখন তার মেয়ের বয়স আট মাস। এবার বিরতি কাটিয়ে আবার ফিরলেন গৌরী এল ধারাবাহিকে। এই ধারাবাহিকে তাঁকে ‘ঘোমটা কালী মা’ এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। গৌরীর সামনে ঘোমটা কালী মা ভিখারিনীর ছদ্মবেশে উপস্থিত হয়।


অভিনেত্রী বিরতি নেওয়ার সময় জানিয়েছিলেন খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন। কিন্তু আট মাসের মেয়েকে ফেলে রেখে অভিনয়ে? কী করে সম্ভব? অভিনেত্রীর কথায়, ‘আমার মেয়ে খুব বুঝদার, কান্নাকাটি করে না, কারণ সে জানে মা কাজে বেরোচ্ছে’।


উল্লেখ্য, ২০১৩ সালে তিনি প্রথম ক্যামেরার সামনে আসেন ‘সখী’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর তিনি একে একে ‘বয়েই গেল’, ‘রাঙা মাথায় চিরুনি’, ‘ত্রিনয়নী’, ‘জয় বাবা লোকনাথ’, ‘কী করে বলব তোমায়’, ‘জয়ী’, ‘রানী রাসমণি’ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেছেন। ২০১৯-এর ১৩ মার্চ পরিচালক শমীক বসুকে তিনি বিয়ে করেন। পরিচালক শমীক বসু পরিচালনা করেছেন, ‘প্রথমা কাদম্বিনী’, ‘পাণ্ডব গোয়েন্দা’-সহ একাধিক ধারাবাহিক।

Related Post