পুনরায় চালু হতে চলেছে মৈত্রী এক্সপ্রেস! সপ্তাহে কদিন চলবে এই ট্রেন বিস্তারিত দেখে নিন

দেশে ছড়িয়ে পড়া করোনা মহামারী ব্যাহত করেছিল সাধারণ জনজীবন। মানুষকে করেছিল গৃহবন্দী। হাজারও বিধি-নিষেধের মধ্যে বেঁধে ফেলা হয়েছিল মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে। কর্মসংস্থান হারায় বহু মানুষ।

Desk

after two years bangladesh to india maitree express starting

দেশে ছড়িয়ে পড়া করোনা মহামারী ব্যাহত করেছিল সাধারণ জনজীবন। মানুষকে করেছিল গৃহবন্দী। হাজারও বিধি-নিষেধের মধ্যে বেঁধে ফেলা হয়েছিল মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে। কর্মসংস্থান হারায় বহু মানুষ। প্রিয়জন হারায় অনেক পরিবার। বেঁচে থাকাটা ওই সময় বহু মানুষের কাছে একটা যুদ্ধের সমান চেলেঞ্জের সমান হয়ে উঠেছিল। গত দুই বছর অনেক যুদ্ধ করে বিধি-নিষেধ মেনে আপাতত দেশে করোনা ভাইরাসের প্রভাব অনেকটাই থিতিয়ে পড়েছে। আর তাই বাংলাদেশ ও ভারতের মাঝে পুনরায় চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)।

ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু হতে চলেছে : (Again start Maitree Express between Dhaka to Kolkata)

করোনা অতিমারীর কবলে পরে পরিবহন ব্যবস্থারও অনেক ক্ষতি হয়েছিল। অনেক পরিবহন মাধ্যম বন্ধ করা হয়েছিল এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে। সেইরকমই ভারত ও বাংলাদেশের যোগসূত্র মৈত্রী এক্সপ্রেস (Maitree Express) ও বন্ধন এক্সপ্রেস (Bandhan Express) পুনরায় চালু হওয়ার খবর পাওয়া গেছে। এই এক্সপ্রেস দুটি ভারত (India) ও বাংলাদেশের মানুষের মাঝে এক যান্ত্রিক যোগাযোগ বন্ধন যা আলাদা হতে দেয়না দুটি দেশকে। এই দেশের সীমান্ত থেকে পাড়ি দেয় ওই দেশের সীমান্তে।

after two years bangladesh to india maitree express has starting

কোভিডের (Covid) প্রকোপ নিয়ন্ত্রণ করতে যখন এই দুই বাংলার মাঝের যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল তখন বিপদে পড়েছিলেন সকলেই। বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে বহু নিত্যযাত্রীই বাণিজ্য করতে আসেন কলকাতা শহরের বুকে। জানা গেছে। এখন থেকে আবার এই ট্রেন চলাচল শুরু হবে। সপ্তাহে ৬ দিন অর্থাৎ সোম থেকে শনিবার পর্যন্ত এই ট্রেনগুলি  চলবে। রবিবার করে দুপুর ২ টোয় ট্রেনটি ঢাকার স্টেশন থেকে ভারতের সীমান্তবর্তী স্টেশন গেদেয় (Gede) পৌঁছোয়। সেখানে ট্রেনটি ১ ঘন্টা দাঁড়ায় তারপর রওনা দেয় কলকাতার (Kolkata) উদ্দেশ্যে।

আরও পড়ুনঃ বাসের অপেক্ষায় আর নয় বিরক্তি! কলকাতায় বাসের প্রতীক্ষালয়ে এবার থাকবে লাইব্রেরি

এই ট্রেনটি ৪৫০ জন মতো যাত্রী নিয়ে চলাচল করে। ট্রেনটি এসি চেয়ার বিশিষ্ট সাথে এক্সিকিউটিভ ক্লাস ক্যাটাগরিও আছে। চিকিৎসার সূত্রে, বাণিজ্যের কারণে, সম্প্রীতি, আত্মীয়তা, ঘোরা অনেক কিছুর টানেই ওপারের মানুষ এপারে আসেন এই ট্রেন মারফত। তাদের জন্য বিশেষ করে পাহাড় প্রেমীদের জন্য আরও এক খুশির খবর জানা গেছে, তা হল এই দুই ট্রেন ছাড়াও ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালি এক্সপ্রেস (Mitali Express) নামক অপর একটি ট্রেন খুন শীঘ্রই চালু হতে চলেছে।

Related Post