শাহরুখ সালমান নয়, বলিউডে প্রথম ১০০ কোটি ছুঁয়েছিল আল্লু অর্জুনের বাবা! জানুন আসল ঘটনা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তেলেগু চলচ্চিত্রের একজন অভিনেতা হলেন আল্লু অর্জুন (Allu Arjun)। এই অভিনেতা মূলত তেলুগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি

Desk

Allu Arjun with his father

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে তেলেগু চলচ্চিত্রের একজন অভিনেতা হলেন আল্লু অর্জুন (Allu Arjun)। এই অভিনেতা মূলত তেলুগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও এই অভিনেতা বিশেষ ভাবে জনপ্রিয়। এই অভিনেতার  গোটা পরিবারই প্রায় অভিনয় জগতের সাথে যুক্ত। অভিনেতার বাবা আল্লু অরবিন্দ (Allu Aravind) একজন সিনেমা পরিচালক তার পরিচালনায় কিছু ব্লকব্লাস্টার সিনেমা তিনি সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন।

আল্লু অর্জুন ও তার ভাই আল্লু সিরিশ দুইজনেই তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনেতার বাবা আল্লু অরবিন্দের প্রযোজনায় গড়ে উঠেছে ‘মাগধীরা (Magadheera)’, ‘ডার্লিং (Darling)’, ‘জলসা (Jalsa)’, ‘গজিনি (Ghajini)’র মতো দুর্দান্ত সব চলচ্চিত্র। অভিনয় জগতে প্রথম ১০০ কোটির ব্যবসা করেছিলেন আল্লু অরবিন্দ। তার সাফল্যের পথ অনুসরন করে ইন্ডাস্ট্রি নতুন স্বপ্ন দেখে। তার এই কোটি টাকার বাণিজ্যিক ছবি সিনেমা জগতে ছবির আলাদা মাত্রা গড়ে তুলেছে।

Allu Arjun with his father

অভিনেতা আল্লু অর্জুনের ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘পুষ্পা-দ্য রাইজ (Pushpa: The Rise)’ চলচ্চিত্রটি তেলেগু সিনেমা জগতে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি। এমনকি হিন্দিতেও ১০৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। ছবিতে রক্তচন্দন কাঠের চোরাকারবারি পুষ্প হিসাবে দেখা গিয়েছে আল্লু অর্জুনকে। এর আগেও ২০০৮ সালে একবার রেকর্ড গড়েছিল জুনিয়ার আল্লু অর্জুন। বলিউডের ঝুলিতে সেই সময় কোনো ১০০ কোটির ছবি ছিল না। তখন গজনী বানিয়ে প্রথম ১০০ কোটির বক্স অফিস কালেকশন তৈরী করেন সিনিয়ার আল্লু অরবিন্দ।

তামিল গজনী থেকে ডাবিং করে তৈরী করা হয়েছিল হিন্দি গজনী।অবশ্য এই ছবিই প্রথম সুপারহিট ছিল না, এর আগে একাধিক সুপারহিট ছবিই প্রযোজনা করেছিলেন তিনি। আসলে আল্লুর পরিবারে সবাই ফিল্মি লাইনের সাথে যুক্ত। আল্লু অরবিন্দের বাবা আল্লু রাম লিঙ্গাইয়া ছিলেন একজন তামিল অভিনেতা। আর তাঁর তিন ছেলেও অভিনয়ের সাথেই যুক্ত।

Allu Arvind with his three sons

তবে বাবা একজন বড়ো প্রযোজক হওয়া সত্ত্বেও আল্লু আক্ষেপ করে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন বলিউডে সে কাজ করা শুরু করলেও তার বাবা তাকে ফিল্মে নেন না। যদিও, এই সাক্ষাৎকার ছিল ‘পুষ্পা-দ্য রাইজ’ সিনেমাটি মুক্তির বেশ আগের একটি সম্মেলন। বলা যায়, ছেলের আক্ষেপ মিটিয়েছেন বাবা। অনেকের প্রশ্ন ছিল আল্লু অরবিন্দ এর সিনেমায় তার ভাগ্না রাম চরণ বা ছেলে আল্লু অর্জুনকে কবে দেখা যাবে? ছেলেকে তো দেখা গেছে এবার রামচরণ (Ram Charan) কেও আল্লু অরবিন্দ এর সিনেমায় দেখার জন্য অপেক্ষমান দর্শক।

Related Post