গসিপবিনোদনভাইরালসিরিয়াল

আবারও সূর্যকে বিয়ে করতে চলেছে মিশকা! নেটপাড়ায় ভাইরাল বিয়ের লুক

মিশকার শয়তানি দেখে, সকলেই রেগে আগুন। মিশকাকে অনুরাগীরা সহ্যই করতে পারে না। সূর্য-দীপার মাঝে সবসময় যেন সূচ হয়ে ঢুকে আছে। আর এই কারণেই মিশকা সবার চক্ষুশূল। মিশকার চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হলেন অভিনেত্রী অহনা দত্ত (Ahana Dutta)। অভিনেত্রী অহনার সার্থকতা এখানেই, তাঁর অভিনয় এতটাই নিঁখুত যে, তাঁকে দেখে সকলেই ক্ষুব্ধ হন।

মিশকার সাথে অহনার একটি বিষয়ে মিল আছে, মিশকা যেমন সূর্যকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে । আর বাস্তবে অহনা নিজের লক্ষ্য পূরণ করতে লড়াই করছে। দুজনের লড়াইয়ের কারণ টা আলাদা, কিন্তু দুটোই লড়াই। খল চরিত্রের জন্য তাঁকে শুনতে হয়, নানান রকম মন্তব্য। এই মন্তব্য গুলোকে বেশ ইনজয় করেন তিনি। সবসময় চর্চায় থাকতে ভালোবাসেন।

anurager chhowa actress ahana's wedding look photo viral

পর্দায় যতই খল হোকনা কেন, অহনা বাস্তবে কিন্তু খুবই মিষ্টি। আর সেই মিষ্টতার ঝলক দেখা গেল, অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আমরা অনুরাগের ছোঁয়ায় অহনাকে দেখি ভয়ংকর রূপে। কিন্তু এবারে অহনাকে দেখা গেল অন্যরূপে। মাথায় লাল ওড়না, পরনে সাদা বেনারসি শাড়ি, কপালে চন্দনের ফোটা।

একেবারে যেন বিয়ের কনে। খুবই অন্যরকম লাগছে অহনাকে। সকলেই তাঁর রূপের প্রশংসা করছেন। তাঁর এই সুন্দর রূপের প্রশংসা করছেন। এরকম অন্যরকম রূপে অনুরাগীরা তাঁকে দেখেননি। উল্লেখ্য, ২০২১ সালে ডান্স বাংলা ডান্স এ অংশগ্রহণ করেছিলেন। ওখান থেকেই স্টার জলসা থেকে ফোন আসে তাঁর কাছে। ‘অনুরাগের ছোঁয়া’র জন্য খলনায়িকা হিসেবে অডিশন দেন। ব্যস তারপর সিলেক্ট হয়ে যান।


এটাই অভিনেত্রীর প্রথম ধারাবাহিক। তবে নায়িকার প্রস্তাবও আসে অনেক ধারাবাহিক থেকে, কিন্তু খলনায়িকা হিসেবেই কনফার্মড হন তিনি। এর কারণ হল, তাঁর চেহারার সঙ্গে চরিত্র মিলে গিয়েছিল এবং চ্যানেল কর্তৃপক্ষ চেয়েছিল তিনি যেন এই কাজটা করেন। তবে তিনি চেষ্টায় আছেন নায়িকা হওয়ার। তবে তিনি জানিয়েছেন, অনুরাগীদের ভালোবাসা থাকলে ঠিকই এই জায়গায় পৌঁছে যাবেন।

1Minutenewz Google News Subscribe
Back to top button