শুধুই নয় TRP, বাস্তবেও জিতেছে দর্শকের মন, টেলি আড্ডা অ্যাওয়ার্ড ২০২৩ এ সেরার সেরা ‘অনুরাগের ছোঁয়া’

বাংলা সিরিয়ালের জগতে এখন একটা ধারাবাহিকেরই জয়জয়কার, তা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিক বর্তমানে সকলের কাছে বেশ জনপ্রিয়। সূর্য-দীপা

Nandini

anurager chowa serial win more award on telly award 2023

বাংলা সিরিয়ালের জগতে এখন একটা ধারাবাহিকেরই জয়জয়কার, তা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিক বর্তমানে সকলের কাছে বেশ জনপ্রিয়। সূর্য-দীপা থেকে সোনা-রুপা সকলের অভিনয় এক কথায় অসাধারণ। ধারাবাহিকের প্রতিটি পর্বে থাকে এক টুকরো নতুন উত্তেজনা। প্রত্যেকদিন নতুন ভাবে গল্পটিকে মোড় দেওয়ার একটা চেষ্টা চলে।

সূর্য দীপাকে একভাবে যেভাবে ভুল বুঝতে থাকে তাতে যেমন দর্শক বিরক্ত তেমনই আবার ছোট্ট সোনা-রুপার মিষ্টি কথাবার্তা, অভিনয় দর্শককে চোখ সরাতে দেয় না টিভির পর্দা থেকে। আর সম্প্রতি, রুপার অভিনয় দর্শককে হতবাক করেছে। ছোট্ট সৃষ্টির অভিনয় চোখে জল এনেছে সকল দর্শকের। আর তাই টিআরপি তালিকায় প্রতি সপ্তাহেই প্রথম স্থানে দেখা যায় ‘অনুরাগের ছোঁয়াকে।

anurager chowa serial win more award on telly award

তবে মানুষ এই সিরিয়ালকে কতটা ভালোবাসেন তার প্রমান পাওয়া গেলো টেলি আড্ডা অ্যাওয়ার্ড ২০২৩ (Telly Adda Awards 2023) এর মধ্যে দিয়ে। যেখানে বেশিরভাগ পুরস্কার দর্শক জিতিয়ে দিয়েছেন ‘অনুরাগের ছোঁয়াকে। টেলি আড্ডা নামক একটি পেজ থেকে দর্শক ভোটের মাধ্যমে পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছিল আর সেখানে উক্ত ধারাবাহিক সহ সকল ধারাবাহিকই ছিল। তবে সব থেকে পুরস্কার এই সিরিয়ালের কলাকুশলীদের ঝুলিতেই গেছে।

সেরা অভিনেতা-অভিনেত্রী হিসাবে টেলি অ্যাওয়ার্ড ২০২৩-এর বিশেষ সম্মান পেয়েছেন অনুরাগের ছোঁয়ার সূর্য আর দীপা। এছাড়াও, লাবণ্য সেনগুপ্ত চরিত্রটির জন্য টেলি অ্যাওয়ার্ড ২০২৩-এ পুরস্কার পেয়েছেন রুপাঞ্জনা মিত্র। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশেষভাবে সমৃদ্ধ করার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

in telly award 2023 anurager chowa serial win more award

আর সেরা ‘রাইসিং স্টার’ হিসাবে টেলি অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন ছোট্ট সোনা-রুপা অর্থাৎ সৃষ্টি ও মিশিতা। এছাড়াও, টেলি অ্যাওয়ার্ড ২০২৩-এর পুরস্কার পেয়েছেন মিতুল অভিনেত্রী আরাত্রিকা মাইতি, ‘চ্যালেঞ্জিং অভিনেত্রী’ হিসাবে আর জি বাংলার ‘তোমার খোলা হাওয়ার ‘ঝিলমিল’ অর্থাৎ অভিনেত্রী স্বস্তিকা দত্ত, তার হাতে তুলে দেওয়া হয়েছে বাংলা সিরিয়ালের ‘ভার্সাটাইল’ অভিনেত্রী অ্যাওয়ার্ড।

Related Post