খবরভাইরালভারত

নিখাদ ভালোবাসার কাছে পৃথিবীর সব তুচ্ছ! মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রেমিকের কান্ড চোখে জল এনে দিল

রবিবার প্রয়াত হয়েছেন টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অভিনেত্রীর চলে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া রীতিমত প্লাবিত হয়েছে ঐন্দ্রিলা ও সব্যসাচীর প্রেম সম্পকিত ছবি, ভিডিও থেকে নানা খবরে। তবে এরই মাঝে আরও একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানেও এক যুবক যুবতীকে দেখা যাচ্ছে। তারাও বাস্তবের এক প্রেমিক-প্রেমিকা জুটি। সব্যসাচী যেমন ঐন্দ্রিলাকে হারিয়েছেন আসামের সেই যুবকও তেমনি হারিয়েছেন নিজের প্রেমিকাকে। আর প্রেমিকার শেষকৃত্যের সময় যুবকটি যা করল তা দেখে সকলের চোখে জল চলে এসেছে। 

যেমনটা জানা যাচ্ছে ভিডিওতে যে যুবককে দেখা যাচ্ছে তারা নাম বিটুপন তামুলী। তাঁর প্রেমিকা ছিলেন প্রার্থনা বোরা। বহুদিন যাবৎ একে অপরকে ভালোবাসতেন দুজনে। কিন্তু বিগত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রার্থনা। শেষমেশ ২৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

aasam couple bitupan prarthona

প্রেমিকার চলে যাওয়াতে এদিন সব্যসাচীর মত অপেক্ষা করেছেন প্রেমিক বিটুপন। এই জুটিকে দেখে নেটিজেনদের অনেকেই  বলে উঠছেন সব্যসাচী-ঐন্দ্রিলার মত বিটুপন-প্রার্থনার ভালোবাসাটাও যেন অসম্পূর্ন রয়ে গেল।

aasam couple bitupan prarthona 1

কিন্তু নিজের প্রেমকে কিন্তু অসম্পূর্ণ হতে দেননি বিটুপন। প্রিয় প্রার্থনার স্বপ্ন ছিল বিটুপনকে বিয়ে করার, সংসার করার। কিন্তু বেঁচে থাকতে তা আর হল না। তাই শেষবারের মত বিদায় দেওয়ার আগে প্রার্থনার স্বপ্ন পূরণ করল বিটুপন। শেষকৃত্যের আগে প্রার্থনাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েছিল সে। এরপর হটাৎই দৌড়ে বাইরে চলে যায়, ফিরে আসে বিয়ের সব জিনিসপত্র নিয়ে।

assam couple love story bitupan prarthona

হ্যাঁ ঠিকই ধরেছেন, সিঁদুর-মালা নিয়ে হাজির হয় সে। এরপর প্রার্থনার মৃতদেহেরই সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন বিটুপন। গেলেও লাগিয়ে দেন সিঁদুরের ছোঁয়া। তারপর প্রেমিকার গলায় আর নিজের গলায় মালা পরে মালাবদলও হয়। শেষে প্রার্থনার গালে চুম্বন করে চিৎকার করে ওঠে বিটুপন। বলে, ‘আমার বিয়ে হয়ে গিয়েছে। এই জন্মে আমি আর কাউকে বিয়ে করব না।’

চোখের সামনে বিটুপনের এই কান্ড দেখে উপস্হিত সকলেই কান্নায় ভেঙে পড়ে। এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। যা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল প্রার্থনার পরিবারের সাথে।

সাংবাদিকদের প্রার্থনার ভাই সুভন বোরা জানান, ‘প্রার্থনার মৃত্যুর পর বিটুপন জানায় যে, ও প্রার্থনাকেই বিয়ে করতে চায়। এই কথা শুনে আমরা বাক্‌রুদ্ধ হয়ে পড়ি। কারণ ও যেটা বলেছিল, তা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে কেউ আমার বোনকে এত গভীরভাবে ভালবাসতে পারে। আমরা ওকে থামানোর কথাও ভাবিনি।’

1Minutenewz Google News Subscribe
Back to top button