খাঁকি উর্দি গায়ে ঘোলাটে চোখে একোন যীশু? অভিনেতার নতুন লুকে হতবাক ভক্তরা

Jisshu Sengupta : বাংলা ইন্ডাস্ট্রির সুদর্শন নায়ক হলেও, তাঁর কদর বোঝেনি বাংলা ইন্ডাস্ট্রি। তাঁর কদর বুঝেছে সাউথ ইন্ডাস্ট্রি। আর সে কারণেই তো বাংলা ছেড়ে সাউথে

Saranna

audience surprised to see jisshu sengupta new look from his upcoming film

Jisshu Sengupta : বাংলা ইন্ডাস্ট্রির সুদর্শন নায়ক হলেও, তাঁর কদর বোঝেনি বাংলা ইন্ডাস্ট্রি। তাঁর কদর বুঝেছে সাউথ ইন্ডাস্ট্রি। আর সে কারণেই তো বাংলা ছেড়ে সাউথে পাড়ি দিয়েছেন জনপ্রিয় সুদর্শন অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। যীশু সেনগুপ্ত এতটাই সুদর্শন যে তাঁকে খলনায়ক হিসেবে মানায় না। কিন্তু এই সুদর্শন নায়কই সাউথ ইন্ডাস্ট্রিতে খলনায়ক হয়ে সবার সামনে এল। প্রকাশ্যে এল সেই লুক। যা দেখে সকলেই অবাক। 

টলিউড ইন্ডাস্ট্রি দিয়েই শুরু হয়েছিল যীশুর সূত্রপাত। বেশিরভাগ চরিত্রই ছিল পজিটিভ। বাংলা যে তাঁকে কখনোই খলনায়ক বানায়নি তা নয়, বানিয়েছেন তবে সেভাবে নয়। ‘রাজকাহিনি’-তে  ভিলেনের চরিত্রে দেখা মিলেছিল। কিন্তু এই একটাতেই সম্ভবত। আর ‘এক যে ছিল রাজা’-তে ফকিরের ভূমিকায়  দেখা মিলেছিল। এই দুই-ই যেন তাঁর নতুন আনকোরা চরিত্র। কিন্তু যখন তিনি সাউথ ইন্ডাস্ট্রিতে পৌঁছালেন, সব চরিত্রই ধামাকাদার হিসেবে দর্শকদের কাছে উপস্থাপিত হন।

audience surprised to see jisshu sengupta new look for his upcoming film

আর সেরকমই একটা নতুন রকম চরিত্র নিয়ে আবারও সামনে এলেন যীশু। মঙ্গলবার সবার সামনে এসেছে রবি তেজা অভিনীত ‘টাইগার নাগেশ্বর রাও’ (Tiger Nageswara Rao) ছবির ট্রেলার। আর সেখানেই যীশুকে দেখা গেল অন্য রূপে। সেখানে তাঁকে দেখা যাবে ভয়ঙ্কর পুলিশের রূপে। ঘোলাটে চোখ, কপালে রয়েছে গভীর ক্ষত, শ্যামলা গায়ের রং। এই রূপ দেখে সকলেই বলছেন এ কোন যীশু? যীশু এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘ আপনারা যদি ভাবেন অনেক বদমায়েশ পুলিশ দেখেছি, তাহলে আমি খুব দুঃখিত আমাদের দেখা হয়নি’। 

সিনেমার গল্প কেমন? জানা যাচ্ছে, সত্তরের দশকের ডাকাতকে নিয়ে তৈরি হয়েছে এই কাহিনী। যে কিনা ধনীদের সম্পত্তি নিয়ে গরীবদের বিলিয়ে দিতেন।  ভামসি পরিচালিত এই ছবিতে পুলিশ অফিসার সিআই মৌলির ভূমিকায় অভিনয় করছেন তিনি। মুখ্য চরিত্রে থাকবেন রবি তেজা। অনান্য চরিত্রে দেখা যাবে, নূপুর স্যানন, গায়ত্রী ভরদ্বাজ, অনুপম খের, রেণু দেশা সহ আরও অনেককে। ২০ অক্টোবর ছবিটি মুক্তি পাবে।

 

View this post on Instagram

 

A post shared by Jisshu U Sengupta (@senguptajisshu)

তেলুগু, হিন্দি ও অনান্য ভাষায় দেখা যাবে। প্রসঙ্গত, শুধু সাউথে নয়, বাংলাতেও এবছরে ধামাকাদার কাহিনী নিয়ে সামনে আসছেন তিনি। দেখা মিলবে সৃজিতের দশম অবতারে। তাঁকে দেখা যাবে একজন সিরিয়াল কিলারের ভূমিকায়। ১৯ অক্টোবরই সিলভার স্ক্রিনে আসছে এই ছবি। সব মিলিয়ে যীশু সেনগুপ্তকে নিয়ে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। 

Related Post