নতুন অধ্যায় শুরু পর্দার ‘কমলা’র, ‘মিনি’র পর এই সুপারস্টারের ছবিতে দেখা যাবে তাকে!

Ayanna Chatterjee : টলিপাড়ায় এমন অনেক দৃষ্টান্ত লক্ষ্য করা যায়, যাদের শুরুটা হয় ছোটো পর্দা দিয়ে, তারপর তারা পৌঁছে যায় কেরিয়ারের শীর্ষে। ধারাবাহিক থেকে সিনেমার

Saranna

ayanna chatterjee aka kamola shown jeet's upcoming cinema manush

Ayanna Chatterjee : টলিপাড়ায় এমন অনেক দৃষ্টান্ত লক্ষ্য করা যায়, যাদের শুরুটা হয় ছোটো পর্দা দিয়ে, তারপর তারা পৌঁছে যায় কেরিয়ারের শীর্ষে। ধারাবাহিক থেকে সিনেমার দিকে অগ্রসর হয়। এই দৃষ্টান্তের তালিকায় ছোটো বড় সকলেই রয়েছে। আজ এমনই এক ক্ষুদে অভিনেত্রীর কথা বলব, যার জনপ্রিয়তা শুরু হয় ছোটো পর্দা দিয়ে, আর এখন দেখা যাবে বড়পর্দায়, অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)

যদিও এর আগে বড় পর্দায় অভিনয় করেছেন, কিন্তু তখন ছোটো পর্দায় জনপ্রিয়তা হয়নি, সেই জনপ্রিয় অভিনেত্রী হলেন অয়ন্যা চ্যাটার্জী। বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamola O Sreeman Prithviraj) ধারাবাহিকে। মুখ্য চরিত্র ‘কমলা’ (Kamola) হিসাবে অভিনয় করছেন। এই ছোট্ট অভিনেত্রীর শুরুটা হয়েছিল জি বাংলার ‘রাণী রাসমণি’ ধারাবাহিক দিয়ে।

ayanna chatterjee shown jeet's upcoming cinema manush

মা সারদার ভূমিকায় দেখা গিয়েছিল। তারপর করে আরও একটি ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। ধারাবাহিকের পাশাপাশি অভিনয় করেছেন বড়পর্দায়। পরিচালক মৈনাক ভৌমিকের ছবি ‘মিনি’-তে দেখা গিয়েছিল। মিমি চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করেছেন। এই সব কিছুর থেকে তাঁকে বেশি জনপ্রিয়তা দিয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বিরাজ ধারাবাহিক।

অয়ন্যা নামের বদলে সবাই কমলা বলেই বেশি চেনে। আর এই অভিনেত্রীকে দেখা যাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার জিতের বিপরীতে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘মানুষ’ (Manush) ছবিতে অভিনয় করবেন অয়ন্যা। ছবিটি অ্যাকশন এবং রহস্যে পরিপূর্ণ। সম্প্রতি টিজার প্রকাশ পেয়েছে। টিজারে জিৎ কে বলতে শোনা যাচ্ছে, ‘আমি টাকা নয় মানুষ গুনি। মানুষকে বিশ্বাস করা যায়না, আর টাকার উপর বিশ্বাস হারানো পাপ’।

 

View this post on Instagram

 

A post shared by Ayanna (@ayannachatterjee.official)

টিজারে দেখা মিলেছে অয়ন্যার, এছাড়াও দেখা মিলেছে জীতু কমল, বাংলাদেশী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের। ছবিটি মুক্তি পাবে ২৪ নভেম্বর। প্রসঙ্গত, অয়ন্যার কেরিয়ার গ্রাফ খুবই মসৃণ। এত অল্প বয়সে এত জনপ্রিয় সব অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার দৃষ্টান্ত খুব একটা দেখা যায়না। পরবর্তীতে এই অভিনেত্রী যে অনেক দূরে যাবে তা আশা করায় যায়।

Related Post