ভয়াবহ দুর্ঘটনা! স্টেশনে ঢোকার আগেই লাইনচ্যুত হল বর্ধমান লোকাল, ব্যাহত ট্রেন চলাচল

বর্ধমানে (Bardhaman) ঘটলো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Rail Accident)। একটুর জন্য রক্ষা পেয়েছে লক্ষ্য প্রাণ। সপ্তাহের প্রথম দিনেই চরম বিপত্তির মুখে পড়তে হলো নিত্যযাত্রীদের। বর্ধমানের কড

Desk

bardhaman local derailed was at the entrance of the station

বর্ধমানে (Bardhaman) ঘটলো ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Rail Accident)। একটুর জন্য রক্ষা পেয়েছে লক্ষ্য প্রাণ। সপ্তাহের প্রথম দিনেই চরম বিপত্তির মুখে পড়তে হলো নিত্যযাত্রীদের। বর্ধমানের কড লাইনে লাইনচ্যুত হলো লোকাল ট্রেন। ট্রেন গিয়ে পড়লো পাশের লাইনে। সপ্তাহের প্রথম দিনেই এক ভয়াবহ বিপদের সম্মুখীন হতে চলেছিলেন যাত্রীরা। তবে সৌভাগ্যবশত ওই সময় ট্রেনে কোনো যাত্রী না থাকায় অনেক বড়ো বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

রেলের সূত্রে জানা গিয়েছে, ওই ট্রেনটি বর্ধমান লোকাল (Bardhaman Local) ছিল। কারশেড থেকে ট্রেনটির বর্ধমান স্টেশনের ৩ নম্বর প্লাটফৰ্মে আসার কথা ছিল। কিন্তু ট্রেনটি কারশেড থেকে আসার পথেই ঘটলো এই দুর্ঘটনা। রেলের খবর অনুযায়ী ট্রেনের পিছনের দিকের বগি বেঁকে গিয়েছিলো ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পরে। কিন্তু এমনটা ঘটলো কিকরে সেই তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যেই।

bardhaman local derailed was at the enter of the station

এই ঘটনার জেরে হাওড়া-বর্ধমান (Howrah-Bardhaman) মেইন লাইনের ও কর্ড লাইনের ট্রেন চলাচল দীর্ঘ সময় ব্যাহত ছিল। যাত্রীরা হয়রানির শিকার হলেও বোরো কোনো ক্ষতির হাত থেকে যে সকলে রক্ষা পেয়েছেন এটাই তাদের শান্তি। রেলের ইঞ্জিনিয়াররাও এই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছেন যে কিকরে এবাবে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়লো। তবে এমন ঘটনায় আবারও রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেই আসছে।

Related Post