আবারও মিঠাইয়ের জয়জয়কার, TRP তালিকায় মুখ থুবড়ে পড়ল ‘সাহেবের চিঠি’, রইল তালিকা

বিনোদন মানেই বর্তমানে ঘরে ঘরে সিরিয়ালের চল। সিরিয়ালই এখন দর্শকের সেরা মনোরঞ্জনের উপায়। তবে এত সিরিয়ালের ভিড়ে কোনটা ছেড়ে কোনটাকে মানুষ সেরা বলে বেছে নেবেন

Desk

bengali serial trp list on 4th august

বিনোদন মানেই বর্তমানে ঘরে ঘরে সিরিয়ালের চল। সিরিয়ালই এখন দর্শকের সেরা মনোরঞ্জনের উপায়। তবে এত সিরিয়ালের ভিড়ে কোনটা ছেড়ে কোনটাকে মানুষ সেরা বলে বেছে নেবেন সেটা সর্বদাই আলোচনার বিষয়। প্রতি সপ্তাহে দর্শক অপেক্ষা করেন ধারাবাহিকের টিআরপি তালিকার (TRP List) জন্য। কারণ পছন্দের সিরিয়ালটি টিআরপি তে জায়গা পেলো কিনা বা পেলেও কত নম্বর স্থানে জায়গা হল তার সেই নিয়ে উদ্বেগ বেড়েই চলে দর্শকের।

কারণ, বর্তমানে এতটাই হাড্ডাহাড্ডি টক্কর চলছে প্রতিটি ধারাবাহিকের মধ্যে যে যেকোনো সময় টিআরপি না থাকার কারণে নতুন কিছুমাস আগে শুরু হওয়া সিরিয়ালগুলোও বন্ধের মুখে সেই খবর পাওয়া যাচ্ছে। তাই টিআরপি তালিকা বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ধারাবাহিক প্রেমীদের জন্য। গত সপ্তাহে মিঠাই তার পুরোনো জায়গায় ফিরে আসতে মিঠাই ভক্তরা বেশ খুশি হয়েছিলেন। তবে এবারের তালিকায় কে কোথায় আছেন আসুন দেখে নেওয়া যাক।

bengali serial trp list on 4th august

এই সপ্তাহের সেরা ১০ ধারাবাহিকের তালিকা : (Top 10 Bengali Serial TRP List)

মিঠাই – ৮.৪ (প্রথম)

লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.৮ (দ্বিতীয়)

আলতা ফড়িং – ৭.৫ (তৃতীয়)

গাঁটছড়া – ৭.৪

গৌরী এলো – ৭.৩

ধূলোকনা – ৬.৮

এই পথ যদি না শেষ হয় – ৬.২

মন ফাগুন / অনুরাগের ছোঁয়া – ৫.৯

উমা – ৫.৮

খেলনা বাড়ি – ৫.১

মিঠাই আবারও নিজের প্রথম স্থানে। মিঠাইকে প্রথম স্থানে দেখে অনুরাগীরা বেশ খুশি। লক্ষী কাকিমা দ্বিতীয় স্থানে। লড়াইয়ে যে তিনি কম নয় সেটা আবারও প্রমান করার পথে তিনি। ধূলোকনায় লালন ফুলঝুরির সংসার জীবন দর্শকের এখন বিশেষ পছন্দ নয় তাই ধূলোকনা বেশ কিছুটা পিছিয়ে। এদিকে গৌরী সকলকে পিছনে ফেলে উপরের দিকে এগিয়ে চলেছে। ফড়িং য়ের সম্মানের লড়াইকে দর্শক বেশ সমর্থন করছেন টিআরপি তালিকায় তার ফলাফল স্পষ্ট।

মন ফাগুন অনেকটাই পিছিয়ে পড়েছে। আর এদিকে নতুন ধারাবাহিক সাহেবের চিঠি সেরা দশে জায়গা করে নিতে পারেনি। কিন্তু এক্কা দোক্কা দ্বিতীয় সপ্তাহেও জায়গা করে নিলো টিআরপি তালিকায়। তবে সময়ের সাথে সাথে কে কাকে টেক্কা দেয় সেটাই দেখার।

Related Post