লোকদেখানো সেলিব্রেশন, পাবলিসিটি চাই না!জন্মদিন ঘরোয়াভাবেই পালন করা পছন্দ বিপ্লব চ্যাটার্জীর

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), জ্যোতি বসুর (Jyoti Basu) সাথেই বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তী অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee) আজ জন্মদিন। বাংলার মানুষ তাকে ভিলেন হিসেবেই

Saranna

biplab chatterjee on his birthday says don like publicity

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), জ্যোতি বসুর (Jyoti Basu) সাথেই বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তী অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের (Biplab Chatterjee) আজ জন্মদিন। বাংলার মানুষ তাকে ভিলেন হিসেবেই চেনে। পর্দায় যতই ভিলেন হোক , ৭৬ বছর বয়সী বর্ষীয়ান প্রবীণ অভিনেতা বরাবরই স্পষ্ট বক্তা, তা আমরা জানি। তিনি বামপন্থী ঘরানার মানুষ। সত্যিটা মুখের উপরেই বলে দেন।

এই বর্ষীয়ান অভিনেতার জন্মদিন আর পাঁচটা সাধারণ মানুষের মতই কাটে। তাঁর কথায়, ‘ জন্মদিন এলে মনে হয়, আরও এক বছর বয়স বাড়ল। এবারের জন্মদিনে বাড়িতে আমার প্রিয় পদ রান্না হচ্ছে, ডাল আর আলুপোস্ত। তবে আমি মাছ খেতে ভালোবাসতাম না। স্ত্রী হয়ত মাংস রাঁধছেন। ‘

biplab chatterjee birthday

জন্মদিনের দিন ইন্ডাস্ট্রির প্রতি একটু ক্ষোভ জাগে, তিনি বলেন, ‘ আমি সবার মত চ্যানেল কে ডেকে এনে হইহই করে জন্মদিন পালন করব না, ইন্ডাস্ট্রি থেকেও কেউ আমার বাড়িতে আসবেন না। আমি ইন্ডাস্ট্রির কে এমন? যে  জন্মদিনে ইন্ডাস্ট্রি আমাকে শুভেচ্ছা জানাবে। আজকাল তো দেখি আলপনা দিলেও চ্যানেল কে ডেকে এনে দেখায়, দর্শকদের ভাল লাগে দেখতে, তাই চ্যানেল কর্তৃপক্ষও সম্মতি দেন। আমারও একসময় সোনালী দিন ছিল, তখনও কেউ এরকম আমাকে নিয়ে মাতামাতি করেনি। যা হয়েছে ঘরোয়া। আগে বাবা মা করত, বাবা মা চলে যাওয়ার পর বোন এই বিশেষ দিনটি সামলেছেন। এখন স্ত্রী আর ছেলে সামলাচ্ছেন।’

উল্লেখ্য, সত্যজিৎ রায় ‘প্রতিদ্বন্দী’ সিনেমা দিয়ে তাঁর পথচলা শুরু হয়। তারপর একে একে মৃণাল সেন, তরুণ মজুমদারের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেন। তিনি নিজেই বলেন, উত্তম পরবর্তীতে যখন সবাই মাথায় হাত দিয়ে বসেছিল তখন আমাদের মত খলনায়করাই কমার্শিয়াল ফিল্মে কাজ করে সিঙ্গেল স্ক্রিনেই হাউসফুল বোর্ড ঝুলিয়েছি। একসময় অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন, পরিচালনাও করেছেন। কিন্তু বর্তমানে তাঁকে দেখা যায় না। তাঁর মতে বর্তমান পরিচালকরা তাঁকে পছন্দই করেন না।

Related Post