‘প্রসেনজিৎ অভিনয় পারে নাকি! ভেতরে না থাকলে চরিত্র বেরোয় না’, বিস্ফোরক বিপ্লব চ্যাটার্জী

টলিউডের জনপ্রিয় একজন বর্ষীয়ান অভিনেতা হলেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। একসময় তিনি বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন। কিন্তু এখন আর তাকে বড় পর্দায় দেখা যায়না। এই

Saranna

biplab chatterjee questions tollywood actors acting capability

টলিউডের জনপ্রিয় একজন বর্ষীয়ান অভিনেতা হলেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। একসময় তিনি বড়পর্দায় চুটিয়ে কাজ করেছেন। কিন্তু এখন আর তাকে বড় পর্দায় দেখা যায়না। এই নিয়ে তাঁর মনে ক্ষোভও রয়েছে। এর মাঝেই তিনি এক বিষ্ফোরক মন্তব্য করেন। তাঁর মতে প্রসেনজিৎ থেকে শুরু করে দেব সকলই অযোগ্য। কেউই অভিনয় করতে পারেন না। 

টলিউডে বরাবরই স্পষ্ট বক্তা অভিনেতা হলেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। সব কথার সোজাসাপ্টা জবাব দেন। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমা দিয়ে শুরু হয় তাঁর পথচলা। এরপর কাজ করেন মৃণাল সেন, তপন সিনহাদের মতো পরিচালকদের সঙ্গে। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিও করেছেন। তিনি বামপন্থী ঘরানার মানুষ। ২০০৬ সালে আলিপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 

biplab chatterjee regret about acting on apur sangsar show1

নয়ের দশকে তাঁকে আমরা ভিলেন হিসেবে সকলেই চিনি। তাঁর ভিলেন চরিত্রে এত দক্ষতা যে সকলেই তাঁকে পজিটিভের থেকে নেগেটিভেই দেখতে বেশি পছন্দ করতেন। গালে কাটা দাগ, ধর্ষণ, খুন,যে কোনো রকম শয়তানি কাজ সবই তাঁর নখদর্পণে। টিভির পর্দায় যতই খারাপ মানসিকতার মানুষ হন না কেন, বাস্তবে কিন্তু একজন ভালো মানের মানুষ। অভিনয়ের পাশাপাশি  তিনি প্রযোজনা করেছেন চিত্রনাট্য লিখেছেন। 

একসময় তাঁকে টিভির পর্দায় দেখা গেলেও, এখন আর তাঁকে দেখা যায় না। তাঁর মতে এখনকার পরিচালক তাঁকে পছন্দই করেন না তাই কাজে নেন না। তিনি চিত্রনাট্যও লিখেছেন, সেই চিত্রনাট্য চ্যানেল কর্তৃপক্ষকে দিয়েছিলেন, কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ তাঁর চিত্রনাট্য পছন্দ করেননি । তিনি তাঁকে জানিয়ে দেন এখানে শিক্ষামূলক কিছু দেখানো যাবে না। 

উল্লেখ্য, জি বাংলার জনপ্রিয় একটি টক শো, অপুর সংসার। সেই শোয়ের সঞ্চালনা করতেন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে শাশ্বত চট্টোপাধ্যায়। সেখানে এসেছিলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়ে তিনি তাঁর আক্ষেপের কথা বলেন, ” বর্তমানে যারা অভিনয় করছেন, তাদের কোনো যোগ্যতা নেই। ভেতরে ব্যাথা না থাকলে চরিত্রকে ফুটিয়ে তোলা যায় না। 

Related Post