শত্রু নিধনে ব্লুজ প্রোডাকশনের নায়িকাদের একটাই স্পেশাল অস্ত্র, নেটাগরিকদের কোলাজে ধরা পড়ল সেই ছবি

যুগ বদলাচ্ছে, মানুষ হচ্ছে আধুনিক। সেই সাথে সাথে সমাজও বদলাচ্ছে। মানুষের পছন্দ বদলাচ্ছে, রুচি বদলাচ্ছে। আর সেই সমাজের প্রতিচ্ছবি আমরা সাহিত্যে দেখতে পাই। শুধু সাহিত্য

Saranna

blues production house actresses weapon are same

যুগ বদলাচ্ছে, মানুষ হচ্ছে আধুনিক। সেই সাথে সাথে সমাজও বদলাচ্ছে। মানুষের পছন্দ বদলাচ্ছে, রুচি বদলাচ্ছে। আর সেই সমাজের প্রতিচ্ছবি আমরা সাহিত্যে দেখতে পাই। শুধু সাহিত্য নয় সিনেমা এবং ধারাবাহিকেও দেখি। সাম্প্রতিককালের ধারাবাহিক গুলোতে এই আধুনিক সমাজের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায়। আগেকার দিনে মেয়েরা মুখ বুজে সমস্ত অত্যাচার সহ্য করত। মুখে কোনো প্রতিবাদ করত না।

কিন্তু বর্তমানে নারীরা হয়ে উঠেছে সাবলম্বী। তারা যেমন এক হাতে সামলাচ্ছে সংসার, আর এক হতে সামলাচ্ছেন অফিসের কাজ। তারা আর মুখ বুজে সহ্য করে না, তাদের দিকে ইট ছুড়লে তারাও ছুড়ে মারে পাটকেল। আর এই পরিবর্তনশীল নারী চিত্রই সাম্প্রতিককালের ধারাবাহিক (Serial) গুলোতে তুলে ধরার চেষ্টা করেন নির্মাতারা।

blues production house actresses weapon are same

আগের সময়ের ধারাবাহিকগুলোই চোখ রাখলে দেখা যাবে, পারিবারিক কূটকাচালি যেমন ছিল তেমনই ছিল মেয়েদের মুখ বুজে সহ্য শক্তির ক্ষমতা। যেটাকে স্মার্ট ভাষায় বলা হয় অ্যাডজাস্টমেন্ট। কিন্তু বর্তমানে নারীরা হয়ে উঠেছে প্রতিবাদী। তাদের প্রতিবাদী সত্ত্বাটাই ফুটে ওঠে ধারাবাহিকে। তারা মহিয়সী, তারা বিদ্রোহিনী। প্রয়োজনে তারা ভিলেনদের হাত থেকে নিজেদের রক্ষা করতে হিংস্র হয়ে উঠে, হাতে তুলে নেয় অস্ত্র ।

সম্প্রতি ধারাবাহিকেও নায়িকাদের এমন বিদ্রোহিনী করে তোলা হচ্ছে । ভিলেনদের হাত থেকে নিজেদের বাঁচাতে, তারাও হাতে তুলে নিচ্ছে অস্ত্র। পাশাপাশি তারাও সাবলম্বী। এই যেমন মিঠাই ধারাবাহিকে মিঠাই এর ব্যবসায়ী হয়ে ওঠার সাবলম্বী পাশাপাশি সেও সংসার সামলাচ্ছে। খেলনা বাড়িতে মিতুল পাল নিজেকে স্বনির্ভর করছে পুতুল তৈরি করে।

আরও পড়ুনঃ বিদায়েই লুকিয়ে শুরুর আশ্বাস, খুব শীঘ্রই আবার ফিরবে ‘মন ফাগুন’! শেষ চমকে ইঙ্গিত অনুরাগীদের

আবার উড়ন তুবড়ি তে তুবড়ি আইন রক্ষক হয়ে ভিলেনদের শাস্তি দিচ্ছে, মাধবীলতায় দেখা যাচ্ছে, গ্রামের মেয়ে মাধবীলতা ভিলেনদের অত্যাচার মুখ বুজে সহ্য না করে হাতে তুলে নিয়েছে দাঁ। তবে এই অস্ত্র হাতে তুলে নেওয়াটা নতুন নয়। এর আগে ব্লুজ প্রোডাকশন দেখিয়েছে তার নায়িকাদের বিদ্রোহিনী রূপে। আর তাদের হাতে তুলে দিয়েছে দাঁ।মাধবীলতা, যমুনা ঢাকি, জীবন সাথী, সর্বজয়া  ব্লুজ প্রোডাকশনের এইসব ধারাবাহিকের নায়িকাদের হাতে তুলে দিয়েছে দাঁ।

ব্লুজের যে সমস্ত নায়িকাদের হাতে রয়েছে দাঁ, তাদের ছবি কোলাজ করে একটি  পেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন , ক্যাপশনে লেখা, ‘ব্লুজ প্রোডাকশনের বিখ্যাত অস্ত্র’। আসলে ছবিতে সব নায়িকাদের হাতেই রয়েছে দাঁ। এই ধারাবাহিক গুলিতে প্রয়োজনে একসময় না একসময় নায়িকাদের হাতে লড়াই করার অস্ত্র হিসাবে দাঁ দেখা গিয়েছে।

Related Post