বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)। সেই ২০২৪ সালে ছোট্ট এক রাজকন্যার মা হয়েছেন দীপিকা। মেয়ে দুয়াকে (Dua) জনসমক্ষে আনেননি অভিনেত্রী, যে কারণে নেটিজেনদের মধ্যে আক্ষেপ ও আফসোস ছিল বরাবর। তবে এবছর দীপাবলির শুভ দিনে ভক্তদের দারুন উপহার দিয়ে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা।
মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা পাডুকোন | Deepika Padukone Daughter’s Photo
সম্প্রতি আর পাঁচজন বলি সেলিব্রিটির মত সোশ্যাল মিডিয়াতে নিজেদের পারিবারিক দীপাবলি উদযাপনের ছবি শেয়ার করেছেন তারকাজুটি। সেখানেই মায়ের কোলে দেখা যাচ্ছে ছোট্ট দুয়াকে। টুকটুকে লাল রঙের জামা পরে মাথায় দুটো ঝুঁটি বাধা অবস্থায় দেখা যাচ্ছে তাকে। মা বাবার সাথে মেয়ের এমন একটা মিষ্টি ছবি দিলখুশ করে দিয়েছে নেটিজেনদের।
মেয়ের দুয়ার মত মা দীপিকার পরনেও ছিল লাল সালোয়ার আর মানানসই গয়না। এদিকে বাবা রণবীরের পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি আর সাথে জোহর কোট। ছবিটি শেয়ার করে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রণবীর-দীপিকা।
View this post on Instagram
প্রসঙ্গত, জন্মের পর থেকেই মেয়েকে ক্যামেরা ও পাপ্পারাৎজিদের থেকে আড়ালেই রেখেছিলেন দীপিকা। একসময় ছবি তোলার চেষ্টা করতে কিছুটা রেগে যেতেও দেখা গিয়েছিল! তবে একেবারে গোপনে না রেখে, দীপাবলির মত একটা শুভদিনে মেয়ের ছবি সকলের সামনে আনতেই ভক্তদের সমস্ত অভিমান গলে জল। শুভেচ্ছার পাশাপাশি শুভ কামনায় ভরল দীপিকার সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স।








