শেষ হল লালন-ফুলঝুরির কাহিনী, ‘ধূলোকনা’র বিদায় বেলায় চোখে জল লালনের, রইল ভিডিও

একটা ধারাবাহিক শুরু হওয়া মানে, সেই ধারাবাহিকের সাথে দর্শকদের এবং কলাকুশলীদের একটা আত্মিক যোগ রয়ে যায়। দর্শকরা যেমন ধারাবাহিক দেখতে দেখতে একটা পরিবার পেয়ে যায়,

Saranna

dhulokona serial last day lalon actor indrasish roy crying

একটা ধারাবাহিক শুরু হওয়া মানে, সেই ধারাবাহিকের সাথে দর্শকদের এবং কলাকুশলীদের একটা আত্মিক যোগ রয়ে যায়। দর্শকরা যেমন ধারাবাহিক দেখতে দেখতে একটা পরিবার পেয়ে যায়, কলাকুশলীরাও ধারাবাহিক করতে করতে একটা পরিবার পেয়ে যায়। আর তাই তো অন্তিম দৃশ্যে দুই পক্ষেরই কষ্ট হয়। দুই পক্ষই চায় না এর শেষ হোক। কিন্তু শুরু যখন হয়েছে শেষ তো হবেই।

নতুন ধারাবাহিককে জায়গা দিতে পুরানোর অবসান ঘটবে এটাই নিয়ম। সেইমতো পুরানো কে জায়গা দিতে, শেষ হল ‘ধূলোকণা’ (Dhulokona) ধারাবাহিক। টানা দেড় বছর ধরে চলার পর শেষ হল লালন আর ফুলঝুড়ির প্রেম কাহিনী। ১ বছর লিপ নিয়ে ধারাবাহিকটি শেষ হল। আর টিভির পর্দায় দেখা মিলবে না তাদের। এ হেন দৃশ্য ভেবে চোখে জল দর্শক এবং কলা কুশলীদের।

netizens angry on dhulokona last episode

এই ধারাবাহিকের শ্যুটিং এর শেষ দৃশ্যের ভিডিও শেয়ার করা হয়, তাতে ক্যাপশনে লেখা, ‘স্বপ্ন শেষ হয় না, ভালোবাসাও শেষ হয় না। শেষ থেকে শুরু হয়, ধূলোকণা’। ভিডিও এর ব্যাকগ্রাউন্ডে গান বাজছে আগুনের পরশমণি। আর সাথে দেখা যাচ্ছে, ধারাবাহিকের মুখ্য চরিত্র লালন অর্থাৎ ইন্দ্রাশিষ রায় (Indrasish Roy) চোখের জল মুছছে। চড়ুই এর মুখে কান্নার ভাব, সবাই ই চোখের জলে মন ভাসাচ্ছে।

এটা হবারই কথা। প্রায় দেড় বছর একসাথে পথচলার অবসান ঘটছে, চোখে তো জল আসবেই। ইন্দ্রাশিষ ফেসবুকে একটি পোস্ট করেছেন, সকলের ছবি দিয়ে, তিনি লিখেছেন, ‘সুন্দর মোমেন্টের সাক্ষী আমাদের এই সফর। আপনারা যত না বেশি এই দলটাকে মিস করবেন, তার থেকে বেশি এই দলটা আপনাদের মিস করবে’।

ধারাবাহিকের আর এক অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী লিখেছেন, ‘আমার জীবনের অন্যতম প্রিয় এবং সেরা চরিত্র হয়ে থাকবে চান্দ্রেয়ী। আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেয়ে আমরা ধন্য। একটা অত্যন্ত ভালো team আর তাদের ভীষণ রকম মিষ্টি off screen সম্পর্কের প্রতিফলন আপনারা দেখেছেন এত দিন’।

Related Post