পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, একনজরে দেখে নিন এবছরের পুজোর নির্ঘন্ট

বাঙালিদের সবথেকে বড় উৎসব দূর্গাপূজা (Durga Puja 2023)। বর্তমান সময়ে এই ট্যাগলাইনটা হয়ত কার্যকরী নয়, কারণ গোটা বিশ্বের মানুষই এই উৎসবে মেতে ওঠেন। পূজোর আর

Saranna

durga puja 2023 full schedule

বাঙালিদের সবথেকে বড় উৎসব দূর্গাপূজা (Durga Puja 2023)। বর্তমান সময়ে এই ট্যাগলাইনটা হয়ত কার্যকরী নয়, কারণ গোটা বিশ্বের মানুষই এই উৎসবে মেতে ওঠেন। পূজোর আর মাত্র কটা দিন বাকি। সেপ্টেম্বর পড়েছে, তার পরের মাসেই পূজো। চারিদিকে এখন পূজোর আমেজ। দোকান-বাজারে ভিড়ে ঠাসাঠাসি। কারণ সকলেই ব্যস্ত পূজোর কেনাকাটা।

শুধু তাই নয় প্রকৃতিও জানান দিচ্ছে, দূর্গাপূজো আসতে আর বেশি বাকি নেই। দোরগোড়াতেই কড়া নাড়ছে। এক বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকলের কাছে চারদিনের জন্য আসতে চলেছে মা দূর্গা। চারদিনের জন্য মা এলেও সন্তানদের কাছে তাঁর আগমন যেন প্রথমা থেকেই। আসুন জেনে নেওয়া যাক এবারের দূর্গা পূজোর নির্ঘন্ট (Durga Puja Nirghonto)

durga puja 2023

এখন মানুষ প্রথমা কিংবা মহালয়া থেকেই শুরু করে দেয় ঠাকুর দেখা। এবারে কবে থেকে শুরু করবেন ভাবছেন? এবছরে পূজো পরেছে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে। গতবারে পূজো পড়েছিল প্রথম সপ্তাহে। আগামী ১৪ অক্টোবর পড়েছে মহালয়া। অমাবস্যা তিথি, শনিবার। অনান্য সময় আশ্বিন মাসে পূজো হয়। এবারের পূজো কার্তিক মাসে। 

১৯ অক্টোবর বৃহস্পতিবার (১লা কার্তিক) – পঞ্চমী। 

২০ অক্টোবর শুক্রবার (২রা কার্তিক) – ষষ্ঠী। 

২১ অক্টোবর শনিবার (৩রা কার্তিক) – সপ্তমী। 

২২ অক্টোবর রবিবার (৪ঠা কার্তিক)- অষ্টমী। 

২৩ অক্টোবর সোমবার (৫ই কার্তিক) – নবমী। 

২৪ অক্টোবর মঙ্গলবার (৬ই কার্তিক) – দশমী। 

সন্ধিপূজা : ২২ অক্টোবর বিকেল ৪ টে ৫৪ মিনিট থেকে ৫.৪২ মিনিট পর্যন্ত। 

অষ্টমী : শনিবার রাত ৭:২০  মিনিটে পড়ছে অষ্টমী তিথি, যা শেষ হবে রবিবার বিকেল ৫ টা ১৭ মিনিটে। তারপরই পরে যাবে নবমী। 

durga puja 2023 schedule

এবারে মা দূর্গা আসছে ঘোড়ায় চড়ে এবং যাবেনও ঘোড়ায় চড়ে। একই জিনিসে চলন গমন কথিত অনুযায়ী অশুভ ইঙ্গিত দেয়। তবে এসবের পাশাপাশি একটা খুশির সংবাদও আছে, আবহাওয়া ঠিকঠাক থাকলে পূজোতে থাকতে পারে শীত শীত ভাব। তবে সম্ভাব্য বৃষ্টি না থাকলেও রয়েছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। 

Related Post