Durga Puja 2024 : বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে, এই বাঙালির সবথেকে বড় উৎসব হল দুর্গাপূজা। প্রত্যেক বছর সবাই নতুন ভাবে সাজে। একাদশীর পর দিন থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতিপর্ব। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় পরের বছরের ক্যালেন্ডার, আর তা দেখেই পরের বছরের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। এই বছরের পুজো তো শেষ, পরের বছর কোন সময় হবে দুর্গাপূজা? আজকের প্রতিবেদনে সেটাই তুলে ধরা হল।
দুর্গাপূজার জন্য বাঙালিরা ৬-৭ মাস আগে থেকে জামাকাপড় কেনাকাটা করে, পটুয়ারা শুরু করে দেয় ঠাকুর তৈরীর কাজ। প্রত্যেকটা ক্লাব ভাবনা শুরু করে দেয় কোন থিমটা থাকবে। সবাই ব্যস্ত হয়ে থাকে পুজো নিয়ে। চারিদিকে পুজো পুজো রব থাকে। বাজার-হাট সব জায়গাতেই দেখা যায় পুজোর মত ভিড়। এটা দেখেই মনে হয় পুজো শুরু হয়ে গেছে।
আর তাছাড়া এখন তো মহালয়ার পর দিন থেকেই পুজো শুরু হয়ে যায়, এবছর তো সেটাই হল। মহালয়ার পর দিন থেকেই প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়। পাশাপাশি এবছর বৃষ্টিও হয়নি তেমন, নবমীর দিন হয়েছে বৃষ্টি তাও দুপুরে। এবছর তাই সকলে নির্বিঘ্নেই ঠাকুর দেখেছে। কিন্তু পরের বছর আবহাওয়া কেমন থাকবে? কোন দিন পড়েছে? জানেন কি? জেনে নিন।
২০২৪ সালে মহালয়া পড়েছে ২ অক্টোবর। একদিকে মহালয়া আবার একদিকে গান্ধী জয়ন্তী সকলের ছুটিই থাকবে। পঞ্চমী ৮ অক্টোবর মঙ্গলবার। ষষ্ঠী ৯ অক্টোবর বুধবার। সপ্তমী ১০ অক্টোবর বৃহস্পতিবার। অষ্টমী ১১ অক্টোবর শুক্রবার। নবমী ১২ অক্টোবর শনিবার। দশমী ১৩ অক্টোবর রবিবার। লক্ষী পুজো পড়েছে ১৭ অক্টোবর। কালীপূজা পড়েছে ৩১ অক্টোবর।
পরের বছর পুজো অনেকটা এগিয়ে এসেছে। এগিয়ে আসাতে অনেক আনন্দ থাকলেও, অনেক দুঃখও রয়েছে। পরের বছর পুজো যে সময়ে হবে সেই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে আবার ছুটির দিন গুলোতেই পড়েছে পুজো। বেসরকারি কর্মচারীদের জন্য সুখের হলেও, সরকারি কর্মচারীদের জন্য সুখের নয়। মহালয়া পড়েছে গান্ধী জয়ন্তীতে একটা ছুটি বাদ, আবার দশমী পড়েছে রবিবার একটা ছুটি বাদ।