ওটিটিতে পা রাখছেন সোনামনি, ‘এক্কা দোক্কা’য় পাল্টে যাবে রাধিকা! ‘মোহদীপ’ বেস্ট দাবি অনুরাগীদের

স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মোহর’ ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বটে, তবুও মানুষ ভোলেনি ধারাবাহিকের কাহিনী থেকে চরিত্র। সবটাই দর্শকদের বেশ পছন্দের। ধারাবাহিকের দুই

Saranna

ekka dokka actress sonamoni saha debut on ott platform

স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মোহর’ ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বটে, তবুও মানুষ ভোলেনি ধারাবাহিকের কাহিনী থেকে চরিত্র। সবটাই দর্শকদের বেশ পছন্দের। ধারাবাহিকের দুই চরিত্র শঙ্খ আর মোহর দর্শকদের বেশ মন কেড়েছে। এই দুই জুটির ফ্যান সকলেই। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর অনুরাগীরা আবারও চেয়েছেন এই দুই জুটিকে একসাথে দেখতে।

মোহরের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha) আর শঙ্খ -এর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা প্রতীক সেন। অভিনেতা প্রতীক সেনকে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে, ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে। আর অভিনেত্রী সোনামণি সাহাকে বর্তমানে দেখা যাচ্ছে ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিকে। দুজনেই একই চ্যানেলে অভিনয় করছে বটেই, তবে জুটি আলাদা। দর্শকরা দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছেন ।

ekka dokka new promo video viral on social media

তবে একটা সুখবর রয়েছে দর্শকদের জন্য, অভিনেত্রী সোনামণি সাহা ওটিটি-র দুনিয়ায় পা রাখতে চলেছেন । মে মাসেই শুরু হয়েছে শ্যুটিং। শ্যুটিং শেষ হয়ে গেছে। এখন শুধু মুক্তির অপেক্ষা। এ বছর ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) হইচই (Hoichoi), ৬ বছরে পা দিল। তাই নতুন বছরে দর্শকদের জন্য আনছেন ২৫ টি নতুন কনটেন্ট। ৪ টি বাংলাদেশের কনটেন্ট আর ২১ টি ভারতীয় কনটেন্ট।

তাঁর মধ্যে একটি কনটেন্ট হল, অভিরূপ ঘোষের ‘বেঙ্গল বীমা কোম্পানি’। এই সিরিজে লিড চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। পাশাপাশি দেখা যাবে রজতাভ দত্ত, কিঞ্জল নন্দ, জন ভট্টাচার্যের মতো। বাস্তবে স্ক্যাম বেড়েই চলেছে, সেই স্ক্যাম কে কেন্দ্র করেই তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। দর্শকরা বেশ আপ্লুত, তাদের পছন্দের অভিনেত্রীকে দেখতে পাবেন নতুন প্ল্যাটফর্মে।

প্রসঙ্গত, সম্প্রতি ইউটিউবে একটি নতুন রান্নার শো চালু হয়েছে। যেখানে একসাথে মোহদীপ জুটি ধরা দিয়েছেন। হাসি, মজা, আড্ডা রান্না সব মিলিয়ে সেই শো জমজমাট। সেখানে আবার সম্প্রতি মদন মিত্রও উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুনঃ চাকরির পাশাপাশি অভিনয়! রইল ‘এক্কা দোক্কা’র ঠাকুমা অভিনেত্রী অনুসূয়া মজুমদারের সংগ্রাম কাহিনী

উল্লেখ্য, এই ২৫ টি ওয়েব সিরিজের মধ্যে রয়েছে, ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘সরকার’, ‘শ্রীকান্ত-টু’, ইন্দু ২, প্রফেসর ভূতনাথ, মিস্টার কলকেতা, বোধ, মন্টু পাইলট ৩, হস্টেল ডেইজ, কায়সার ২, একেন বাবু ৬, ফেলুদা- ভূস্বর্গ ভয়ংকর , কারাগার ২ , গভীর জলের মাছ, গোরা ২, হ্যালো রিমেম্বার মি , মহানগর:অন্তিম পর্ব , বোধন, ব্যোমকেশ ও পিঁজরাপোল, ডিএম মল্লিকা, ত্রৈলোক্য, সম্পূর্ণা:দ্য ফাইনাল চ্যাপটার, যোগসূত্র, জাতিস্মর।

Related Post