মিঠাইয়ের পর এবার ঘর বদলের পালা ‘খড়িদ্ধি’র! খবর প্রকাশ পেতেই চাঞ্চল্য অনুরাগীমহলে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যেমন মিঠাই। আর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। মিঠাই ধারাবাহিকে আমরা দেখেছি লিড চরিত্র ছাড়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ধারাবাহিকের

Saranna

gaatchora serial hindi remake coming soon

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যেমন মিঠাই। আর স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। মিঠাই ধারাবাহিকে আমরা দেখেছি লিড চরিত্র ছাড়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ধারাবাহিকের বাকি চরিত্র গুলি। তেমনই এই ধারাবাহিকেও লিড চরিত্র ছাড়াও বেশ জনপ্রিয় বাকি চরিত্র গুলো। আর তার জন্যই এই ধারাবাহিক এতটা জনপ্রিয়। এতটাই জনপ্রিয় সন্ধ্যা সাত টা বাজলে সবার ঘরে ঘরে শুধু মাত্রই স্টার জলসা চলে।

এই ধারাবাহিকটি শুরু হয়েছিল, ২০ ডিসেম্বর ২০২১ সালে। নতুন ধারাবাহিকটি শুরু হওয়ার সাথে সাথেই সকলের মন জয় করে নিয়েছে। এই ধারাবাহিকের প্রধান চরিত্র খড়ি আর ঋদ্ধি। এই দুজনের রোমান্স, রাগ- অভিমান, ভালোবাসা সবকিছুই সকলকে মুগ্ধ করে। তবে শুধু এই দুটি চরিত্র নয়, এই ধারাবাহিকে রয়েছে আরও দুই জুটি। দ্যুতি-রাহুল, বনি-কুনাল।

star jalsha serial gaatchora hindi remake

 

দ্যুতি-রাহুল এই দুই জুটি খলনায়ক আর খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। দ্যুতি হল খড়ির দিদি। অন্যদিকে বনিও খড়ি আর দ্যুতির বোন। আর এদিকে রাহুল আর কুণাল ঋদ্ধির ভাই। তিন বোনেই একই পরিবারে রাজত্ব করছে। একটা ধারাবাহিকের এত গুলো চরিত্রের গুরুত্বপূর্ণ গল্পের জন্যই মানুষের এই ধারাবাহিকের প্রতি এত জনপ্রিয়তা।

তবে শোনা যাচ্ছে এই ধারাবাহিক এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, এবার তাঁর দেখা মিলবে হিন্দি ভার্সনে। আমরা বর্তমানে ঋদ্ধির ভূমিকায় দেখতে পাচ্ছি, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে। আর হিন্দিতে ঋদ্ধির চরিত্রে দেখা মিলবে, ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিক খ্যাত অভিনেতা ক্রুশল আহুজা (Krushal Ahuja)।


খড়ির ভূমিকায় আমরা দেখছি শোলাঙ্কি রায়কে, হিন্দিতে খড়ির চরিত্রে দেখা মিলবে, বাঙালি অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। আর বাকি দুই জুটির কে কোন চরিত্রে দেখা মিলবে, তা জানা যায়নি। এই খবরে খড়িদ্ধির অনুরাগীরা বেশ খুশি হয়েছেন।

আরও পড়ুনঃ নাটকের মঞ্চে হলুদ পাগড়িতে যুবরাজ! চিনতে পারছেন বর্তমানের জনপ্রিয় এই অভিনেতাকে? রইল ছবি

ক্রুশল অনেক আগেই হিন্দি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছেন। এটা তাঁর দ্বিতীয় ধারাবাহিক। তবে বাংলা ধারাবাহিকের হিন্দি রিমেক হওয়ার ঘটনাটা প্রথম নয়, এর আগেও বহু ধারাবাহিক রিমেক হয়েছে। যেমন, মা, শ্রীময়ী, ইষ্টিকুটুম, মিঠাই সহ আরও অনেক ধারাবাহিক।

Related Post