প্রতিমাসে মিলবে আরও বেশ চাল, গম! এভাবে এপিএল থেকে বিপিএলে বদলে ফেলুন রেশন কার্ড

২০১৯–২১ বছর সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় ১১.৮৯% মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল। তাই গোটা দেশের মত পশ্চিমবঙ্গেও নিম্ন ও দরিদ্র শ্রেণীর মানুষদের ন্যূনতম খাদ্যের চাহিদা পূরণ

Antara Nag

change ration card apl to bpl

২০১৯–২১ বছর সময়কালের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় ১১.৮৯% মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল। তাই গোটা দেশের মত পশ্চিমবঙ্গেও নিম্ন ও দরিদ্র শ্রেণীর মানুষদের ন্যূনতম খাদ্যের চাহিদা পূরণ করার জন্য রেশন ব্যবস্থা (Ration Card) চালু রয়েছে। এই রেশন ব্যবস্থাটি মূলত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মিলিত প্রকল্প। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে মূলত ৫ ধরনের রেশন কার্ড দেখতে পাওয়া যায়। এই রেশন কার্ড গুলি হল যথাক্রমে:- AAY, PHH, SPHH, RKSY I, RKSY II

রেশন কার্ডের ক্যাটাগরি

পশ্চিমবঙ্গের রেশন প্রকল্পকে পশ্চিমবঙ্গ সরকার নাম দিয়েছে খাদ্য সাথী প্রকল্প। খাদ্য সাথী প্রকল্পে উপরিউক্ত পাঁচ ধরনের রেশন কার্ড কে দুই ধরনের ক্যাটাগরিতে ফেলা হয়েছে। RKSY II রেশন কার্ড কে বলা হয় APL এবং বাদবাকি AAY, PHH, SPHH, RKSY I রেশন কার্ডগুলিকে BPL তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। স্বাভাবিকভাবেই APL তালিকাভুক্ত রেশন কার্ডের তুলনায় BPL তালিকাভুক্ত রেশন কার্ডে চাল, ডাল, গম, আটা, চিনি তবে রেশন সামগ্রী বেশি পরিমাণে প্রদান করা হয়।

কিভাবে ক্যাটাগরি বদলাবেন

কিন্তু অনেক সময় দেখা গিয়েছে রেশন কার্ডের জন্য ফর্ম ফিল আপের সময়ে বা অন্য কোন কারণবশত BPL তালিকাভুক্ত রেশন কার্ডগুলি APL তালিকাভুক্ত রেশন কার্ডের আওতায় চলে আসে। সে ক্ষেত্রে সত্যিকারের নিম্ন ও দরিদ্র শ্রেণীর মানুষ জন তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে থাকেন। তাই আজকের প্রতিবেদনে জানানো হলো কিভাবে অতি সহজে এবং দ্রুততার সাথে একটি APL ক্যাটাগরির রেশন কার্ডকে BPL ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে হয়।

অফলাইন পদ্ধতি

পশ্চিমবঙ্গের রেশন দেওয়ার ক্ষেত্রে পরিবারের প্রধানের রেশন কার্ডকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কোন পরিবারের প্রধানের রেশন কার্ড যে তালিকাভুক্ত থাকে বাদবাকি সদস্যদেরও সেই মোতাবেক রেশন প্রদান করা হয়। তাই কোনক্রমে পরিবারের কোনো সদস্যের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে হলে প্রথমেই রেশন কার্ড অফিসে গিয়ে লিখিত ফরম ফিলাপ করতে হয়। তারপর ওই উপভোক্তা কেন BPL তালিকাভুক্ত হবেন তার স্বপক্ষে কিছু নথিপত্র জমা করতে হয়। এরপর রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর উক্ত নথি পত্রগুলি যাচাই বাছাই করার পর নিজে থেকেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে দেয়।

অনলাইন পদ্ধতি

উপরিক্ত পদ্ধতি ছাড়া অনলাইনেও রেশন কার্ডকে এপিএল থেকে বিপিএল করা যায়। সেক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতিগুলি মেনে আবেদন করলেই সমস্যার সমাধান পাওয়া সম্ভব।

১) প্রথমেই উপভোক্তাকে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটির অফিশিয়াল লিংক হলো https://food.wb.gov.in/food/

২) সাইটে প্রবেশ করে হোমপেজে SERVICES অপশনে গিয়ে Ration Card বাটনে ক্লিক করতে হবে।

৩) এরপর Verify Ration Card (e-RC/DRC) অপশনটি বেছে নিতে হবে।

৪) Verify Ration Card অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে।

৫) পেজের নির্দিষ্ট জায়গায় রেশন কার্ড নম্বর, রেশন কার্ডের ক্যাটাগরি এবং ক্যাপচা লিখে SEARCH বাটনে ক্লিক করতে হবে।

৬) নতুন পেজ খোলার পর সেখানে রেশন কার্ডের সমস্ত তথ্য দেওয়া থাকবে। রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিনা সেটিও জানা যাবে।