লাইফস্টাইল

এই দোলে আপনার চুলকে ক্ষতির হাত থেকে বাঁচাতে মেনে চলুন এই ৭ টি উপায়!

এসে গেছে বাঙালির বসন্ত উৎসব। আর বসন্ত মানেই দোল। আবিরের বিভিন্ন রঙে নিজেকে রাঙিয়ে তোলা। হোলিতে আট থেকে আশি সকলেই মেতে ওঠেন। কিন্তু এই হোলিতে একটাই সমস্যা, রং এর কারণে পড়ে চুলের বেশ ক্ষতি হয়ে যায়, কারণ রং বা আবিরে অনেক কেমিক্যাল মেশানো থাকে, যা চুলের অনেক ক্ষতি করে। কিন্তু যদি চুলের যত্ন মেনে রং খেলা হয়, তাহলে চুলের আর কোনো ক্ষতি হবে না। আর আপনি মন খুলে রঙের উৎসবে মেতে উঠতে পারবেন। তাই রইল কিছু টিপস।

2023 holi festivel

ভেষজ আবির ব্যবহার :  চুলের যত্নে ভেষজ রং ব্যবহার করা উচিত, কারণ বাজার চলতি রং -এ থাকে কেমিক্যাল । তাই যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে চুলেরও কোনো ক্ষতি হবে না। চুলও ভালো থাকবে। ভাবছেন কি করে ভেষজ আবির তৈরী করবেন রইল পদ্ধতি। গাঁদা ফুলের শুকনো পাপড়ির গুঁড়ো বেসনের সঙ্গে মিশিয়ে তৈরি করুন হলুদ রং।

চুলের ডগা কেটে দেওয়া : বিভিন্ন কেমিক্যাল দেওয়া রং ব্যবহার করলে চুলের ডগা ফেটে যায়। চুল রুক্ষ, শুষ্ক হয়ে যায়, তাই রং খেলার ৬-৭ দিন আগে যদি চুলের ডগা কেটে ফেলা যায়, তাহলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

save your hair from color

শ্যাম্পু করা বন্ধ : রং মাখার দুদিন আগে থেকেই চুলে শ্যাম্পু করা বন্ধ করে দিতে হবে। কারণ চুলে শ্যাম্পু করা থাকলে, চুল রুক্ষ, শুষ্ক হয়ে যায়। ফলে চুলের আরও ক্ষতি হয়।

চুলে তেল মাখা : রং মাখার আগে শ্যাম্পু যেমন করবেন না, খেয়াল রাখতে হবে, চুলে যেন তেল থাকে। রং খেলার আগে চুলের গোড়ায় ভালো করে তেল মাখতে হবে। তাহলে চুলের কোনো ক্ষতি হবে না। চুলের জন্য সবথেকে ভালো নারকেল তেল।

organic colours

চুল বাঁধুন : রং খেলার আগে চুল বেঁধে নিতে হবে, চুল খোলা রাখলে হবে না। পনি টেল, বিনুনি, হাত খোঁপা যেকোনো একটা করে চুল শক্ত করে বেঁধে নিতে হবে। তাহলে চুলের কোনো ক্ষতি হবে না।

চুল ঢাকুন : বাড়িতে যদি কোনো সুতির কাপড় থাকে, তাহলে তা দিয়ে মাথাটা ঢেকে রাখুন, কিংবা শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটা ঢেকে রাখুন।

স্পা করুন : রং খেলে এসে বাড়িতে ভালো করে শ্যাম্পু করে নিতে হবে। এরপর তিনদিন পর, চুলের রং উঠে গেলে, স্পা করে নিতে হবে।

1Minutenewz Google News Subscribe
Back to top button