কোথাও যেতে হবেনা, বাড়ি বসেই আপডেট হবে আঁধার! জানুন পদ্ধতি

Aadhaar Card Update : ভারতীয় নাগরিক হতে যে জিনিসটা সবার কাছেই থাকে, সেটা হল আধার কার্ড (Aadhaar Card)। আধার কার্ড অনেকেরই অনেক আগে তৈরী। তাই

Saranna

how you update your aadhaar card with mobile

Aadhaar Card Update : ভারতীয় নাগরিক হতে যে জিনিসটা সবার কাছেই থাকে, সেটা হল আধার কার্ড (Aadhaar Card)। আধার কার্ড অনেকেরই অনেক আগে তৈরী। তাই একটা সময় পরে সকলকেই আধার আপডেট (Aadhaar Card Update) করাতে হয়। আর তাই অনেকেই টাকা খরচ করে এই আধার আপডেট করতে শুরু করে দিয়েছে। তবে আপনাদের জন্য রয়েছে সুখবর। আর টাকা-পয়সা খরচ করতে হবে না, জেনে নিন বিস্তারিত। 

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে ইতিমধ্যেই আধার কার্ড আপডেট করতে হবে। আর এই আপডেট করতে টাকার প্রয়োজন পড়বে না। বিনামূল্যেই হবে আধার কার্ড আপডেট। আপডেট করার শেষ তারিখ ১৪ ই মার্চ। শুধু আধার কার্ড আপডেট নয়, আধার কার্ডে ভুল থাকলে সেটাও শুধরে নিতে পারবেন। কীভাবে শুধরোবেন জেনে নিন। 

aadhar update in home

কীভাবে করবেন আধার আপডেট?

আধার কার্ড সংশোধনের জন্য যেতে হবে না আধার অফিসে। UIDAI (https://myaadhaar.uidai.gov.in) অনলাইনেই পেয়ে যাবেন আধার আপডেটের অপশন। প্রথমে আপনার ফোন নম্বর দিয়ে লগ ইন করুন। তারপর যে ওটিপি আসবে, সেই ওটিপিটা ইনপুট করুন। তারপর একটা পেজ ওপেন হবে। সেখানে Proceed to update Address’-এ ক্লিক করুন। 

আরও পড়ুনঃ অজান্তেই বৈধ মুদ্রা বিক্রি করছেন না তো? সাবধান! হতে পারে জেল, জানুন আরবিআই এর নতুন নিয়ম

এরপরে আপনার ফোন নম্বরে ওটিপি আসবে, তারপর ‘Document Update’ এ ক্লিক করুন। তারপরই একে একে সব বিবরণ এসে যাবে। বিবরণ যাচাই করুন। যেটা বদলাতে চান বা আপডেট করতে চান সেটা করুন। তারপর সেই আপডেটের তথ্য স্ক্যান করে আপলোড করুন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যেন ফটোর সাইজ 2MB-র কম হয় এবং এটি যেন JPEG. PNG অথবা PDF ফরম্যাটে হয়। 

এরপরে আধার আপডেট হয়ে গেলে Update Request Number (URN) আসবে। ব্যস আপনার আধার কার্ড আপডেট হয়ে গেছে। এরপরে এই নম্বর পেলে আপনি আপনার আধার কার্ড ট্র্যাক করতে পারবেন। তাহলে আর দেরি কেন খুব শীঘ্রই করে নিন বাড়িতে বসে। 

Related Post