মা-বাবার বিচ্ছেদে নষ্ট সন্তানের শৈশব, সেই চিত্রই স্পষ্ট ‘অনুরাগের ছোঁয়া’র বর্তমান ট্র্যাকে

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) সিরিয়ালটি বর্তমানে সকল সিরিয়াল প্রেমী মানুষের কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই সিরিয়ালে অন্যান্য সিরিয়ালের মতোই আছে

Nandini

in star jalsha anurager chowa shown a social issue

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) সিরিয়ালটি বর্তমানে সকল সিরিয়াল প্রেমী মানুষের কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই সিরিয়ালে অন্যান্য সিরিয়ালের মতোই আছে ভীষণ পরিমানে নাটকীয়তা। কিন্তু তবুও কোথাও গিয়ে এই সিরিয়াল বারবার মন ছুঁয়েছে দর্শকদের। প্রতিটি পর্বে নতুন কিছু দেখানো হচ্ছে। আর সম্প্রতি, এই সিরিয়ালে যে ট্র্যাক চলছে তাতে ছোট্ট দুই শিল্পীর অভিনয় দর্শকের চোখ ভিজিয়ে দিচ্ছে।

এতদিন লড়াইটা ছিল শুধু মাত্র সূর্য আর দীপার মাঝে। মিশকা বারংবার সূর্যকে ভুল বোঝায় আর সূর্য নির্বোধের মত সেই ভুলটাকেই মেনে চলে। আর দীপাকে অপমান করে দূরে সরিয়ে দেয়। তবে তাদের দুই মেয়ে একজন বাবা অন্ত প্রাণ আর একজন ভীষণ ভালোবাসে মাকে। তাদের গোটা জগৎ তাদের বাবা-মাকে ঘিরেই।

in anurager chowa rupa told everyone that she khow surja is her father

কিন্তু তবুও কোথাও দুই শিশুর জীবনে, মনে রয়ে গেছে একটা অপূর্ণতা। তারা তাদের বাবা ও মাকে একসাথে পেতে চায়। তারা একজন অবিভাবকের কাছে থাকলেও আরেকজনকে ভুলতে পারেনা। অথচ এই দুই শিশু ছোট থেকেই একজন বাবাকে দেখেনি বা বাবার আদর পায়নি আর একজন মাকে দেখেনি মায়ের ভালোবাসা কি তা সে জানেনা।

তবে রুপা যখন জানতে পারল যে সে এতদিন বাবার কথা মাথায় এলেই যাকে মনে করত অর্থাৎ তার ডাক্তারবাবু। সেই রুপার বাবা। কিন্তু এই সত্যির সাথে সাথে রুপা জেনেছে ও বুঝেছে যে বাবা তার মায়ের সাথে থাকতে চায়না। রুপাকে নিজের বাবার পরিচয় দিতে চায়না সে। আর এই কথাটায় ক্ষতবিক্ষত হয়েছে ছোট্ট রুপার মন। সে ভীষণ ভাবে আহত হয়েছে মনে মনে। যা সে কারুর কাছে প্রকাশ করতে পারছেনা।

in anurager chowa rupa knows behind her mom's sadness their was her father main reason

তবে তার এই মনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব তাকে মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ করছে। আর সেটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই ধারাবাহিকে। রুপা স্কুলে পরীক্ষা দিতে বসে সাদা খাতা জমা দিয়ে বাড়ি চলে আসে। সকলের সাথে না চাইতেও খারাপ ব্যবহার করতে শুরু করে। এমনকি তার মাকে সে জানায় তার বাবার দরকার নেই। মায়ের সাথেও দূরত্ব তৈরী করার চেষ্টা করে। রুপার এমন আচরণ সকলকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে বাবা-মায়ের বিচ্ছেদ একটা শিশুর কতটা ক্ষতি করতে পারে।

Related Post