Weather Report : ‘আশ্বিনের শারদপ্রাতে’ এই কথাটা এবছরের জন্য খাটে না। এবছরের জন্য যে কথাটা খাটে সেটা হল হেমন্তকালে দূর্গাপুজো। শরৎকাল ভাদ্র এবং আশ্বিন দুই মাস নিয়ে হয়, এই দুই মাসের কোনোটাতেই দূর্গাপুজো (DurgaPuja) হচ্ছে না। এবছরে পুজো পড়েছে কার্তিক মাসে। প্রথমদিকে এটা নিয়ে অখুশি ছিলেন অনেকেই। তবে এখন মনে করছেন ‘যা হয় ভালোর জন্যই হয়।
ভাগ্যিস আশ্বিনে পুজো হয়নি, যদি হতো তাহলে বাইরে বেড়ানো হত না, ঘরে বসেই দিন কাটত’। এই মনোভাবটা কেন আসছে? বুঝতেই পারছেন আবহাওয়ার জন্য। এখন যা আবহাওয়ার (Weather) দেখা মিলছে, মানুষ শপিংয়েই বেরোতে পারছেনা, পুজো হলে পুজোটাই মাটি হত। কিন্তু তাই বলে কি নিশ্চিন্ত হয়ে এবছরের পুজো কাটানো যাবে? কি বলছে আবহাওয়া দপ্তর? আসুন জেনে নেওয়া যাক।
মা দূর্গার আসা যাওয়া একই বাহনে। এবারে মা দূর্গা আগমন করবেন ঘোড়াতে আর গমনও করবেন ঘোড়াতে। হিন্দু শাস্ত্রমতে, একই বাহনে আসা-যাওয়া অশুভ। সাধারণত মা দূর্গা যে বাহনে আগমন করেন, সেই বাহনে গমন করেন না। কিন্তু এবারে আসছেন। শাস্ত্রমতে ঘোড়াতে আসা অশুভ। দেশে অশান্তি বিরাজ করবে। সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পাবে।
এককথায় ছত্রভঙ্গ হবে। ছত্রভঙ্গ কথাটা শুনে অনেকেই ভাবছেন বন্যা বা খরা দেখা যাবে। আসলে যে তা নয়, সেটা বুঝেই গেছেন। কিন্তু এখন যে আবহাওয়া তা দেখে ভয় পাচ্ছেন তো? ভয় পাওয়ার কিছু নেই। রইল সুখবর। এবছরে ১৪ ই অক্টোবর মহালয়া, ২০ অক্টোবর ষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর অষ্টমী, ২৩ অক্টোবর নবমী ২৪ অক্টোবর দশমী।
তারপর ২৮ অক্টোবর লক্ষীপূজা। আবহাওয়া বিদরা জানিয়েছেন ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তাহলে বোঝায় যাচ্ছে পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সেফ থাকা উচিত, ছাতা নিয়ে পুজোতে বেরোবেন, বলা যায়না কখন কি হয়।