আবারও হেরে গেল বাংলা? নতুন ইন্ডিয়ান আইডল বিজেতা অযোধ্যার ঋষি সিং

দেশে যে সকল গানের প্রতিযোগীতার মঞ্চ দেখতে পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘ইন্ডিয়ান আইডল’। ২০২২ সালের ১০ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ৭ মাস আগে

Saranna

indian idol 13 rishi sing beame winner debasmita becames 2nd

দেশে যে সকল গানের প্রতিযোগীতার মঞ্চ দেখতে পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘ইন্ডিয়ান আইডল’। ২০২২ সালের ১০ সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ৭ মাস আগে শুরু হয়েছিল, ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৩’ (Indian Idol Season 13)।  এই ৭ মাস ধরে মানুষ যেমন সুন্দর গান শোনেন, তেমনই অপেক্ষা করে থাকেন শেষমেশ কে বিজয়ী হবে তার জন্য । রবিবার ছিল ইন্ডিয়ান আইডলের ফাইনাল। 

এবারের বিজয়ী হয়েছেন, অযোধ্যার ঋষি সিং (Rishi Singh)। পেয়েছেন বিজয়ী ট্রফি এবং ২৫ লক্ষ টাকা ও নতুন গাড়ি। তাঁর গানের ধারা খুবই অন্যরকম। তাঁর গানে মুগ্ধ হয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি। প্রথম থেকে সকলেই আশা রেখেছিলেন, ঋষি বিজয়ী হবে। পাশাপাশি এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছেন কলকাতার দেবস্মিতা রায় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন জম্মু কাশ্মীরের চিরাগ কোতওয়াল।

indian idol season 13 winner is rishi singh

এছাড়াও ফাইনালে সকলের মন জয় করে নিয়েছিলেন বিদিপ্তা চক্রবর্তী, সোনাক্ষী কর এবং শিবম সিং। বিজয়ী হয়ে সকলের মন জয় করা প্রসঙ্গে বলেন, ‘ আমি যে ট্রফিটা জিতেছি, এখনও বিশ্বাস করতে পারছিনা। এই জেতার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায়না। যখন বিজয়ীর তালিকায় আমার নাম ঘোষিত হল, তখন মনে হল আমার স্বপ্ন পূরণ হল। আমি ধন্য এই শোয়ে অংশগ্রহণ করে’। 

গত বারও জয়ের খুব কাছাকাছি পৌঁছেও প্রথমে যেতে পারেননি, বাংলার মেয়ে অরুণিতা  কাঞ্জিলাল। তাই সকল অনুরাগীরা বেশ দুঃখ পেয়েছিলেন। আর এবারেও বাংলার মেয়ে সোনাক্ষী, দেবস্মিতা, বিদিপ্তারা প্রথম স্থানের কাছাকাছি পৌঁছেও প্রথম হতে পারেনি। তাই একটু বিষণ্ণ বাংলার দর্শকদের মন।

rishi singh is the winner of indian idol season 13

উল্লেখ্য, ‘মেরা পেহলা পেহলা পেয়ার…’ গানটি প্রথম অডিশন রাউন্ডে গেয়েছিলেন ঋষি। এই গানে মুগ্ধ হয়ে বিরাট কোহলি তাঁকে ব্যক্তিগত ভাবে ম্যাসেজ পাঠান। ইনস্টাগ্রামে ফলো করেন। তারপর থেকেই ক্রিকেটারের পছন্দের তালিকায় সে জায়গা করে নিয়েছে। ঋষির আইডল অরিজিৎ সিং। আর তাই তাঁর গানে অরিজিৎ সিংয়ের গানের রীতি লক্ষ্য করা যায়। 

Related Post