দীর্ঘদিন পর আবার পর্দায়! নতুন রূপে ধরা দেবেন অভিনেতা জয়ী দেব রায়

আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা  রয়েছে, যারা দেখতে খুবই হ্যান্ডসাম, একটা ধারাবাহিক করেই বেশ সফল হয়, কারণ তারা রূপে গুণে অতুলনীয় তাই। তাদের বেশি

Saranna

joey debroy coming back in new project on zee 5 platform

আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা  রয়েছে, যারা দেখতে খুবই হ্যান্ডসাম, একটা ধারাবাহিক করেই বেশ সফল হয়, কারণ তারা রূপে গুণে অতুলনীয় তাই। তাদের বেশি ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাই তাদের দেখার জন্য দর্শকরা বেশি করে ধারাবাহিকটি দেখে। কিন্তু অনেক অভিনেতা রয়েছেন, যারা কিনা এই একটা অভিনয় করেই ক্লান্ত হয়ে যান। বিরতি নেন কিছু বছর।

তারপর আবার তাকে পর্দায় দেখা যায়। তেমনই একজন সুন্দর, হ্যান্ডসাম অভিনেতা হলেন, জয়ী দেবরায় (Joey Debroy)। অভিনয় করেছিলেন জি বাংলার হৃদয় হরণ বি এ পাস ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয় হন তিনি। তারপর দেখা যায় ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ ধারাবাহিকে। তারপর থেকে অভিনেতাকে দেখা যায়নি। কিন্তু কেন? তিনি কোথায়? এই প্রশ্ন অনেকের মনেই উঁকি দিচ্ছে। 

joey debroy

টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এই অভিনেতা আবারও ফিরলেন ইন্ডাস্ট্রিতে। অভিনেতার দেখা মিলবে নতুন ওয়েব সিরিজে। একেবারে নতুন ভাবে নতুন চরিত্রে। সিরিজের শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে প্রথম শিডিউল। এবার পালা দ্বিতীয় শিডিউল এর। পুরো কলকাতা জুড়ে শুরু হয়েছে শ্যুটিং। এই সিরিজ কিন্তু হইচই এ আসছে না, দেখা যাবে ‘আড্ডাটাইমস’-এ। 

এই ওয়েব সিরিজে দেখা মিলবে, জনপ্রিয় টেলি অভিনেতা রোহান ভট্টাচার্য এবং মধুরিমা বসাককে। এছাড়াও থাকছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। সিরিজটি হবে অ্যাকশন কমেডি নির্ভর। এর থেকে বেশি কিছু এখনও জানা যায়নি। উল্লেখ্য, অভিনেতা প্রথম জীবনে ছিলেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার।

joey debroy in biye . com series

অভিনয় তাঁর ভালো লাগত। তাই চাকরি ছেড়ে দিয়ে অভিনয় করার সিদ্ধান্ত নেন। পারিশ্রমিক ছাড়ায় বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করেন। বিগ বস বাংলা মরসুম ২ দিয়ে বাংলা টেলিভিশনে জয়যাত্রা শুরু হয়। শুধু ছোটো পর্দা নয়। অভিনয় করেছেন বড় পর্দাতেও। তাঁর অভিনীত সিনেমা গুলি হল, রোমিও বনাম জুলিয়েট ,মনে রেখো, ফিদা‎,পরিচয়, বিয়ে ডটকম, মুম্বাই ১২৫ কিমি, তুই আমার হিরো, নীতিন প্রভৃতি। 

Related Post