দুদশক আগে জিৎ-প্রিয়াঙ্কার ‘সাথী’ ছবি হাউসফুল ছিল বহুদিন, কত টাকার ব্যবসা হয়েছিল? রইল অজানা তথ্য

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার জিৎ (Jeet)। তিনি বহুবছর হল এই ইন্ডাস্ট্রিতে। তাঁর শুরুটা হয়েছিল, হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘সাথী’ (Sathi) ছবি দিয়ে। এই ছবিটি মুক্তি পেয়েছিল

Saranna

know the superhit movie sathi's unknown facts

বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার জিৎ (Jeet)। তিনি বহুবছর হল এই ইন্ডাস্ট্রিতে। তাঁর শুরুটা হয়েছিল, হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘সাথী’ (Sathi) ছবি দিয়ে। এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৪ জুন ২০০২ সালে। এই ছবিই আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এই অবাঙালি হিরোকে। এই ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন জিৎ, আর তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী (Priyanka Trivedi)।

ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty) খুঁজছিলেন। প্রথমে অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়ের কাছে যান এই চরিত্রের জন্য। এক কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করতে হবে, তিনি রাজি হননি । তারপরেই সেই চরিত্রের সুযোগ যায় অভিনেতা জিৎ এর কাছে। জিৎ রাজি হয়ে যান। তারপরেই বাংলা ইন্ডাস্ট্রি তথা বাংলা সিনেমা প্রেমী মানুষরা পেল নতুন হিরোকে।

know the superhit movie sathi's unknown facts

এই ছবির কাহিনী খুবই ভালো লেগেছিল দর্শকদের। ছবির নতুন অভিনেতা সেদিনই দর্শকদের মন কেড়ে নিয়েছিল। তখন অতিথি ছিল না সোশ্যাল মিডিয়ার রমরমা, ছিল না ফোনের বহুল ব্যবহার। এই ছবিই নব্বই দশকের প্রেমিক প্রেমিকাকে আবার নতুন করে ভাবিয়ে তুলেছিল। বিশেষ করে এই সিনেমার গান তো সুপার ডুপার হিট। ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’ এই গানটি তখন সবার মুখে মুখে ফিরছে। আজ এত বছর পরেও এই গান এখনও সমান ভাবে জনপ্রিয়।

সেই সময় সাথী ছবি একটাই জনপ্রিয় হয়েছিল যে, বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছিল। সেই সময় বাংলা ছবির বাজার এতটাও ভালো ছিল না যে বক্স অফিস কাঁপাবে। কিন্তু ‘সাথী’ সিনেমা মুক্তি পাওয়ার পর এই ছবি বক্স অফিসে ১০ কোটি টাকার ব্যবসা করেছিল। এই ছবির জন্য ২০ লক্ষ টাকা খরচ করেছিলেন পরিচালক।

know the superhit movie sathi's unknown facts

২৮ টা হলে এই ছবি ৩ টে করে শো পেয়েছিল। রোজই এই শো হাউসফুল। ২৫ সপ্তাহ এই ছবিটি সিনেমা হলে চলছিল। শুধু বাঙালি নয়, অবাঙালিরাও এই ছবি দেখতে এসেছিল। এ বছর এই ছবি ২০ বছরে পড়ল। এই ছবির ২০ বছর পূর্তি উপলক্ষে জিৎ জানান, ‘যারা এই ছবির সঙ্গে জড়িয়ে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ।

আরও পড়ুনঃ ছোটপর্দার ‘কাকলী’ কে মনে আছে? ‘তোমায় আমায় মিলে’র অভিনেত্রী তিতাস কি করছেন এখন? দেখে নিন

সবশেষে ধন্যবাদ দেব দর্শককে। তাঁরা এই ছবি দেখেছিলেন, এই ছবির গান শুনেছিলেন। সবসময় দর্শককে পাশে পেয়েছি। এরপর থেকেই আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে । আপনাদের মনোরঞ্জন করার দায়িত্ব। আপনাদের সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করে’।

Related Post