আজ ১৫ ই আগস্ট। ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস (India’s 77th Independence Day)। ৭৬ নাকি ৭৭ এ নিয়ে বেশ সংশয় আছে। চারিদিকে হইহই কান্ড। সত্যিই ভারতীয় নাগরিকদের কাছে এ এক বৃহৎ উৎসব। সোশ্যাল মাধ্যম থেকে সমাজ সব জায়গাতেই দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসের উদযাপনের সমারোহ আয়োজন। সারা দেশজুড়ে বাজছে বিপ্লবের গান। এই আয়োজনে সামিল আট থেকে আশি সকলেই। বেশ ভালোই লাগে দেখতে। তবে জাতীয় পতাকা সম্পর্কে কিছু প্রশ্ন যদি আপনাদের করা হয়, আপনারা কি পারবেন উত্তর দিতে? একবার পরখ করে দেখে নেওয়া যাক।
ভারতের জাতীয় পতাকা সম্পর্কে কিছু অজানা তথ্য :
১) ভারতের জাতীয় পতাকা কে আঁকেন?
উত্তরঃ পিঙ্গলি ভেঙ্কাইয়া।
২) প্রথম কোথায় পতাকা উত্তোলন করা হয়?
উত্তরঃ কলকাতার পার্সিবাগান স্কোয়ারে।
৩) জাতীয় পতাকার দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩ : ২।
৪) ১৫ আগস্ট প্রত্যেক বছর লাল কেল্লায় পতাকা উত্তোলন হয়। এই কাজটি কে করেন?
উত্তরঃ দেশের প্রধানমন্ত্রী।
৫) কে প্রথম লালকেল্লায় পতাকা উত্তোলন করেন?
উত্তরঃ ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু।
৬) পতাকার উপরের রং কোনটি?
উত্তরঃ গেরুয়া।
৭) ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯০৬ সালের ৭ ই আগস্ট।
৮) পতাকার অশোক চক্রে কয়টি দাগ রয়েছে?
উত্তরঃ ২৪ টি লম্বা দাগ রয়েছে।
৯) কতবার ভারতীয় পতাকা বিবর্তিত হয়েছে?
উত্তরঃ ১৭ বার।
১০) পতাকার প্রত্যেকটি রং কীসের প্রতীক?
উত্তরঃ পতাকার উপরের গেরুয়া রং ত্যাগের প্রতীক। পতাকার মাঝের সাদা রং সত্য এবং শান্তির প্রতীক। চরকা ভারতের অর্থনৈতিক পুনরুজ্জীবন ও দেশবাসীর শ্রমশীলতার প্রতীক। পতাকার নীচের সবুজ রং বিশ্বাস ও প্রগতির প্রতীক।
১১) কত সালে পতাকায় চড়কা অন্তর্ভুক্ত করা হয়?
উত্তরঃ ১৯৪৭ সালের ২২ জুলাই ।
১২) কত সালে প্রত্যেকের জন্য ভারতীয় পতাকা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল?
উত্তরঃ ২০০২ সালের ২২ ডিসেম্বর।
১৩) বিদেশের মাটিতে প্রথম কে ভারতীয় পতাকা উত্তোলন করেন?
উত্তরঃ ভিকাজি রুস্তম কামা।
১৪) ভারতীয় পতাকার কাপড় তৈরি করা হয় কোথা থেকে?
উত্তরঃ কর্নাটক খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ বা KKGSS থেকে।
১৫) পতাকা উত্তোলনের কিছু নিয়ম আছে, সেগুলো কী কী?
উত্তরঃ পতাকা উত্তোলনের সময় সকাল বেলা। পতাকা সবসময় সুতির কাপড়ের হতে হবে। পতাকায় কিছু লেখা বা চিহ্ন ব্যবহার করা যাবেনা। ভারতীয় পতাকা থাকবে সবার উপরে, তারপর থাকবে অন্য কিছু। এই নিয়ম অবমাননা করলে জেল পর্যন্ত হতে পারে।