বর নিয়ে টানাটানি খেলা দেখে ক্লান্ত দর্শক, TRP আনতে গুড্ডিতে এবার যোগ দিচ্ছেন বিধায়ক অভিনেত্রী

অরুন্ধতী মৈত্রকে মনে পড়ে? বাংলা ধারাবাহিকের জনপ্রিয় এক অভিনেত্রী। চিনতে পারছেননা? ‘জলনূপুর’ ধারাবাহিকের মূল নারী চরিত্র ‘কাজল’ তথা অভিনেত্রী লাভলী মৈত্র-র (Lovely Maitra) আসল নাম

Saranna

lovely maitra coming on guddi serial as a side character

অরুন্ধতী মৈত্রকে মনে পড়ে? বাংলা ধারাবাহিকের জনপ্রিয় এক অভিনেত্রী। চিনতে পারছেননা? ‘জলনূপুর’ ধারাবাহিকের মূল নারী চরিত্র ‘কাজল’ তথা অভিনেত্রী লাভলী মৈত্র-র (Lovely Maitra) আসল নাম অরুন্ধতী মৈত্র (Arundhuti Maitra)। জল নূপুর ধারাবাহিক করে, তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন। প্রথম ধারাবাহিক করেই এত সাফল্যিত কেরিয়ার। বর্তমানে তাঁকে অভিনয়ের মঞ্চে খুব একটা দেখা যায়না। তাহলে তিনি কী করছেন? কোথায় এখন?

তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ রাজনীতিবিদ। এই অভিনেত্রী সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী। তাই অভিনয়ের মঞ্চ থেকে হঠাৎ সরে গিয়ে দেখা গিয়েছিল রাজনীতির মঞ্চে। এরপরে মাঝে তাঁকে দেখা গিয়েছিল ‘মোহর’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল। মোহর ধারাবাহিকে সোনামণি সাহার দিদির চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল।

star jalsha serial updated time slot june updated (guddi)

তবে বর্তমানে তাঁকে আবারও পার্শ্ব চরিত্রেই তাঁর দেখা মিলছে। স্টার জলসায় ‘গুড্ডি’ ধারাবাহিকে মিঠি চরিত্রে তাঁর দেখা মিলেছে। এটা তাঁর পজিটিভ চরিত্র। গুড্ডির পাশে দাঁড়িয়ে গুড্ডির শত্রুদের জব্দ করেছে সে। তাঁর এই পার্শ্ব চরিত্রই তাঁকে বেশ জনপ্রিয় করে তুলেছে। এই চরিত্রে দেখে বেশ খুশি হয়েছেন দর্শকরা। তবে অপেক্ষায় রয়েছেন, কবে আবার দেখা মিলবে মুখ্য চরিত্রে।

উল্লেখ্য, রাজনীতি আর অভিনয় দুটোই বেশ সামলাচ্ছেন অভিনেত্রী। স্থানীয় বাসিন্দাদের সমস্ত সমস্যা দূর করতে দেখা গিয়েছে। মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘মেয়েরা সব পারে, অভিনয় করেছি ১০ বছর, সংসার করেছি পাঁচ বছর, এবার রাজনীতি করব, এটাও সামলে নেব’।

lovely maitra coming on guddi serial as a side character1

সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দূর্গাপূজার শোভাযাত্রায় পা মেলাতে। শুধু লাভলী নন, ছিলেন অনেক তারকা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু, সোনামণি সাহার মতো টলি ও টেলি তারকারা।

এদিন জোড়াসাঁকো থেকে হয়েছিল মিছিল। এরপর সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে সবাই এসে পৌঁছায় রেড রোডে।

Related Post