ওয়েস্টার্ন পোশাকের ফ্যাশন নয়, শাড়িতেই মোহময়ী সুন্দরী! ‘রবীন্দ্র নায়িকা’ বলে প্রশংসা নেটিজেনদের

মডেলিং ফটোশুট মানেই পোশাকে থাকবে পাশ্চাত্যের ছোঁয়া। শুধু মডেলিং নয়, এখন সবাইই ইন্ডিয়ান পোশাকের থেকে স্বাচ্ছন্দ্যবোধ করছেন পাশ্চাত্য পোশাকে। এখন শাড়ি, সালোয়ার অতীত সবটাই পাশ্চাত্যে

Saranna

maa serial jhilik actress sritama bhattacharjee beautiful saree look

মডেলিং ফটোশুট মানেই পোশাকে থাকবে পাশ্চাত্যের ছোঁয়া। শুধু মডেলিং নয়, এখন সবাইই ইন্ডিয়ান পোশাকের থেকে স্বাচ্ছন্দ্যবোধ করছেন পাশ্চাত্য পোশাকে। এখন শাড়ি, সালোয়ার অতীত সবটাই পাশ্চাত্যে ভরপুর। পাশ্চাত্য পোশাক মানেই যে খারাপ তা কিন্তু নয়, তবে সবকিছু মিলিয়ে মিশিয়ে পড়াটাকেই বোধহয় আধুনিকতা বলে। আধুনিকতা মানেই শুধু ওয়েস্টার্ন পড়া তা কিন্তু নয়, আধুনিকতা মানে দুটোকেই একই সাথে ব্যালেন্স করা।

বিয়ে বাড়ি, পূজা, মণীষীদের জন্মতিথি, আরও সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে শাড়ির মত ট্রাডিশনাল লুকে থাকলে বেশ ভালোই লাগে। তবে কেউ যদি ওয়েস্টার্ন এই নিজেকে সীমাবদ্ধ রাখে, একটু বেমানান লাগে বটে! বর্তমানে দেখা যায়, কিছু তারকারা এই আধুনিকতার প্রকাশ ঘটাচ্ছেন। ওয়েস্টার্নে কাটান, কিন্তু সমস্ত অনুষ্ঠানে ট্রাডিশনাটা বজায় রাখেন।

sritama bhattacharjee 1

এমনই এক অভিনেত্রী হলেন ‘ঝিলিক’ (Jhilik)। একসময়ের স্টার জলসার জনপ্রিয় ‘মা’ (Maa Serial) সিরিয়ালের ‘ঝিলিক’ চরিত্রে অভিনয় করেছিলেন। বুঝতে পারছেন কার কথা বলছি? অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের (Sritama Bhattacharjee) কথা বলছি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলেই দেখতে পাবেন অভিনেত্রী সবসময় শাড়ির লুকেই মোহময়ী। কখনও সিল্ক তো কখনও বা হ্যান্ডলুম শাড়িতে ধরা দেন শ্রীতমা।

সম্প্রতি অভিনেত্রীকে আবারও শাড়ি পরে দেখা গেল। তাঁর পরনে রয়েছে কালো কঁথাস্টিচের শাড়ি। বেশ অপূর্ব সুন্দরী লাগছে। যা দেখে অনুরাগীরা বলছেন, ‘একেবারে রবীন্দ্র নায়িকা’। আবার কেউ লিখেছেন, ‘শারদ সুন্দরী’। একজন লিখেছেন, ‘মেঘবালিকা’। আবার আর একটা ছবিতে দেখা যাচ্ছে, লাল সাদা রঙের হ্যান্ডলুম শাড়ি, আর হাতে পদ্ম। একেবারেই মোহময়ী লাগছে।

sritama bhattacharjee

উল্লেখ্য, অভিনেত্রীর দেখা মিলছে, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘লালকুঠি’তে। এছাড়াও দেখা মিলছে কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ তে । প্রথমদিকে ‘লালকুঠি’তে তাঁর চরিত্র নেগেটিভ সেড থাকলেও এখন পজিটিভের দিকেই এগিয়েছে। নতুন ধারাবাহিক ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ তেও তাঁর চরিত্রে রয়েছে নেগেটিভ শেড। নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করছেন। তবে নেগেটিভের মাঝে রয়েছে কমিক শেড।

Related Post