শুরু হল কলকাতা বইমেলা ২০২২, প্রকাশিত হবে ১২টি নতুন বই উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

সোমবার কলকাতা বইমেলা ২০২২ (Kolkata Book Fair 2022) এর উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বান্ধোপাধ্যায় (Mamata Banerjee)। তবে শুধুমাত্র রাজনৈতিক বা প্রশাসনিক কাজের মধ্যেই

Desk

Mamata Banerjee release 12 books of Kolkata Book Fair মমতা ব্যানার্জী কলকাতা বইমেলা

সোমবার কলকাতা বইমেলা ২০২২ (Kolkata Book Fair 2022) এর উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বান্ধোপাধ্যায় (Mamata Banerjee)। তবে শুধুমাত্র রাজনৈতিক বা প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই তিনি। রাজনীতি ও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি একজন চিত্র শিল্পী, লেখিকা তথা গীতিকার ও কবিও বটে। প্রতিবছর তাঁর লেখা বই প্রকাশিত হয়। সেই ধারা বজায় রেখে এবার প্রকাশিত হতে চলেছে মোট ১২টি বই।

আন্তর্জাতিক কলকাতা বই মেলা ২০২২ এর স্থান 

কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কেই শুরু হল আন্তর্জাতিক কলকাতা বই মেলা। যেখানে বিখ্যাত লেখক লেখিকার ভিড়ে দেখা যাবে মুখ্যমন্ত্রীর লেখা বই। কিন্তু প্রশ্ন হল এতো কাজের ব্যস্ততার মাঝে সময় কখন পান মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন উদ্বোধনে এসে নিজেই জানিয়েছেন সেই কথা।

Mamata Banerjee Book Releasing মমতা ব্যানার্জী কলকাতা বইমেলা

মুখ্যমন্ত্রীর মতে, সম্ভবত ১৯৯৫ সালে থেকেই প্রতিবছর আমি বই মেলায় কিছু বই দিই। কারণ আগের জীবনের কোনো কিছুই ইতিহাসে লিখিত নেই। কোথায় হারিয়ে ফেলেছেন বাবা মা সেটা জানি। না আর এখন বছরে যে ঘটনা গুলো ঘটছে , সেগুলোকেই ভাষার মাধ্যমে প্রকাশের জন্য রয়েছে একটা কলম আর মুখ। মুখ কথা বলে, কথার মধ্যে দিয়ে কথা বের হয়। তবে এখনও আমার মনে হয় কলমের বিকল্প কিছু নেই। কারণ মনের ভাষা বের করতে হলে, খাতা পেনের থেকে যে কি দাম সেটা যারা লেখেন তারাই জানেন।

এবছর বই মেলায় প্রকাশিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কবিতা বিতান’ ও ‘দুয়ারে সরকার’ সহ ১২টি বই। এগুলিকে নিয়ে এপর্যন্ত মোট প্রকাশিত বইয়ের সংখ্যা পৌছালো ১১৫ তে। এদিন নিজের লেখার সময় সম্পর্কেও কিছু কথা জানান মুখ্যমন্ত্রী। তার মতে, ‘ট্রেড মিল করতে করতেই ব্রিফিং করে দিই কাউকে। বলি এগুলো লিখে ফেল তো। ওই লেখাটাই পথ চলতে চলতে আর ফোনে কথা বলতে বলতে হয়ে যায়’।

প্রসঙ্গত, বই মেলায় সম্প্রতি রাশিয়ার ইউক্রেনে হামলা নিয়ে মুখ না খুললেও শান্তির দিকেই বার্তা দিয়েছেন। তবে ইতিমধ্যেই যুদ্ধ বিধস্ত ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফেরানোর ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি। সাথে নিঃশর্তভাবে  সাহায্যের আশ্বাসও দিয়েছেন।

Related Post