গসিপবিনোদনসিরিয়াল

TRP যুদ্ধে মুখোমুখি এবার ‘সিডাই’-‘সৌগুন’! কে কাকে মাত দেবে জনপ্রিয়তায়? আপনার পছন্দের কারা?

স্টার জলসা (Star Jalsha) আর জি বাংলার (Zee Bangla) দর্শকদের মধ্যে যেমন ধারাবাহিকের জনপ্রিয়তার টক্কর চলে। তেমনই চলে ধারাবাহিকের নির্মাতা এবং চ্যানেল কর্তৃপক্ষদের টক্কর। যখনই দেখা যায়, কখনও স্টার জলসা নতুন ধারাবাহিক নিয়ে আসে, তো কখনও আবার জি বাংলা শুরু করে দেয় নতুন ধারাবাহিক আনা। শুধু তাই নয় অন্যদিকে স্লটেরও টক্কর চলে।

কোনো ধারাবাহিক একটু পুরোনো হয়ে গেলে তাকে স্লট থেকে সরিয়ে দেওয়া হয়। যখনই চ্যানেল কর্তৃপক্ষ দেখেন কোন স্লটে ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তা বা চাহিদা গড়ে উঠেছে। তখন সেই স্লটেই নতুন সিরিয়ালকে রাখার চেষ্টা করেন তারা। আর অন্যদিকেও সেইরকম কোনো জবরদস্ত সিরিয়াল থাকলে দুই চ্যানেলের সিরিয়াল একে অপরের প্রতিপক্ষ হয়ে ওঠে। একে অপরকে জনপ্রিয়তার লড়াইতে হারাতে জোরদার টক্কর শুরু হয়।

mithai siddharth

সম্প্রতি সেরকমই টক্কর চোখে পড়ল জি এবং স্টারের মধ্যে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) এই মিঠাই টিআরপি তালিকায় বেশ সফল ছিল, কিন্তু বর্তমানে টাইম স্লট বদল হওয়াতে এই ধারাবাহিকের টিআরপির একটু বদল ঘটেছে। তার জনপ্রিয়তা ঠিকই ধরে রেখেছে। দুই বছর সম্পন্ন করে ফেলেছে ধারাবাহিকটি। আর তাই মিঠাইয়ের প্রতিপক্ষ হিসাবেই স্টার জলসা এবার আনতে চলেছে ‘বালিঝড়’ ধারাবাহিকটিকে।

বালিঝড়ের সম্প্রচারের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে সম্প্রতি। তৃণা সাহা , কৌশিক রায় এবং ইন্দ্রাশিষ রায় অভিনীত নতুন ধারাবাহিক ‘বালিঝড়’ (Balijhor)। যা আগামী ৬ ই ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা ৬ টায় দেখা যাবে স্টার জলসার পর্দায়। এক ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে হাজির হতে চলেছে এই সিরিয়াল। স্রোত, ঝোরা ও মহার্ঘ্য তিনটি মানুষ। স্রোত ও ঝোরা একে অপরকে ভালোবাসে। কিন্তু ঝোরার বাবা চায় মহার্ঘ্যর সাথে তার বিয়ে দিতে। এই সম্পর্ক কোন দিকে ঘুরবে তা সময়ের সাথেই জানা যাবে।

khorkuto 2 might come soon rumours in social media

অন্যদিকে বর্তমানে জি বাংলায় এই ৬.০০ তার সময়েই দেখা যায় ‘মিঠাই’ সম্প্রচার হতে। আর টিআরপিতে টক্করের জন্য স্টার প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে ‘মিঠাই’-কেই। আর বর্তমানে স্টার জলসায় এই সময় দেখানো হয় ‘নবাব নন্দিনী’। এই ধারাবাহিকও টিআরপি তালিকায় তেমন ফল করতে পারেনি। আর তাই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এই সময় থেকে । কিন্তু তার ভবিষ্যৎ কি হবে তা এখনও জানা যায়নি। শেষ হবে নাকি শুধুই সময় বদলাবে সম্প্রচারের?

অন্যদিকে মিঠাই তে দেখা যাচ্ছে রহস্যময়ী মিঠি আসলে সত্যিই কি মিঠি নাকি সেই মিঠাই। এই রহস্যের কিনারা করতে উদ্যত সিদ্ধার্থ। আর মিঠাই যে আবার ফিরে আসবে তাতে আশাবাদী দর্শকরা। এই কারণে ধারাবাহিকে আনা হচ্ছে টুইস্ট। আর এই টুইস্ট এর মাঝে কি বালিঝড়ের ত্রিকোণ প্রেমকাহিনী সকল দর্শকদের মন জয় করতে পারবে? সেটাই এখন দেখার। 

1Minutenewz Google News Subscribe
Back to top button