TRP-র অভাবে বন্ধ হচ্ছে মিঠাই! চ্যানেলের সিদ্ধান্তে ক্ষুব্ধ দর্শক

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক বর্তমানে খুবই জনপ্রিয়। কিন্তু ইদানীং এই ধারাবাহিকের টিআরপি ক্রমশ কমতে থাকছে। ধারাবাহিক পিছিয়ে পড়ছে টিআরপি তালিকায়। মিঠাই

Saranna

mithai serial hindi version off air soon

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক বর্তমানে খুবই জনপ্রিয়। কিন্তু ইদানীং এই ধারাবাহিকের টিআরপি ক্রমশ কমতে থাকছে। ধারাবাহিক পিছিয়ে পড়ছে টিআরপি তালিকায়। মিঠাই কে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক গুলো। টিআরপি তালিকায় অনেকটা নিচে থাকায়, এমনিতেই মিঠাই অনুরাগীদের মন খারাপ। এরপরে আবার চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হবে। একথা শুনে অবাকের চরম সীমায় মিঠাই অনুরাগীরা।

দিনের পর দিন মিঠাই (Mithai) এর রেটিং চার্টে খারাপ ফলাফল দেখা যাচ্ছে। এই ধারাবাহিক শুরুর পর থেকে ছিল বেঙ্গল টপার। আজ সেই ধারাবাহিক প্রথম তিনেও জায়গা করে নিতে পারছে না। তাই চ্যানেল কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এই খবর ভুয়ো নয়, এই খবর সত্যিই। এমনকি চ্যানেলের তরফ থেকে শেষ সম্প্রচারের দিনও ঘোষণা করা হয়ে গিয়েছে। এই মাসের কটা দিন মাত্র দেখা যাবে মিঠাই কে। তারপরেই আর দেখা যাবে না। অর্থাৎ আগামী মাসেই শেষ হয়ে যাচ্ছে মিঠাই ধারাবাহিক। এই খবর শুনে আঁতকে উঠলেন দর্শকরা।

mithai serial hindi version off air soon

আসলে বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক মিঠাই হিন্দি ভাষাতেও রিমেক হয়েছিল। কিন্তু সেই ধারাবাহিক প্রথম থেকেই টিআরপি তালিকায় খারাপ ফলাফল করছিল। হিন্দি রিমেক বাংলার মিঠাই অনুরাগীদের ভালো লাগলেও বাংলার মতো জনপ্রিয়তা ওই ধারাবাহিক অর্জন করতে পারেনি। গোটা দেশের মন জয় করতে পারেনি। কয়েক মাস পেরিয়ে গিয়েও আশানুরূপ ফল না হওয়ায় ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন চ্যানেল কর্তৃপক্ষ।

এদিকে বাংলা ভার্সনের টিআরপি একদম শেষে। তাই স্বাভাবিকভাবেই দর্শকদের মনে উদ্বেগ কাজ করছে মিঠাই ধারাবাহিক তাহলে কি সত্যিই শেষের পথে । হিন্দি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় খুব হতাশ তারা। তাই তারা চান না বাংলার ক্ষেত্রেও এমন কিছু ঘটুক।

উল্লেখ্য, মূলত মিঠাইয়ের টিআরপি কমের জন্য মিঠাই অনুরাগীরা দুষছেন চ্যানেল কর্তৃপক্ষকে। ঠিক সময় মত প্রোমো দেওয়া হয় না। মিঠাইয়ের গল্প একঘেয়ে হয়ে যাচ্ছে। সিদ্ধার্থ আর মিঠাই এর কোনও রোমান্টিক মুহুর্তই দেখানো হচ্ছে না। এখন সমরেশ এবং অনুরাধাকে নিয়ে বেশি আদিক্ষেতা হয়ে যাচ্ছে। এইসব বিষয় নিয়ে চ্যানেলে মিঠাই অনুরাগীরা একের পর এক অভিযোগ করে যাচ্ছেন।

Related Post