সত্যিই শেষ হচ্ছে মিঠাই? হটাৎ অন্য সিরিয়ালে যাওয়া নিয়ে জল্পনা, আসল সত্যি জানালেন উদয়প্রতাপ সিং

বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। শুরু থেকেই সকলের মন কেড়ে নিয়েছিল। রাত আটটার পর্দায় মিঠাইকে দেখার জন্য সবাই উদগ্রীব থাকে, একটা এপিসোডও বাদ যেতে দেয়না।

Saranna

mithai serial ratul actor uday pratap singh talks abut new project

বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। শুরু থেকেই সকলের মন কেড়ে নিয়েছিল। রাত আটটার পর্দায় মিঠাইকে দেখার জন্য সবাই উদগ্রীব থাকে, একটা এপিসোডও বাদ যেতে দেয়না। ধারাবাহিকের লিড রোল যতটা জনপ্রিয়, ততটাই জনপ্রিয় ধারাবাহিকের অনান্য চরিত্ররাও। ধারাবাহিক দেখলে মনে হয়, সব চরিত্রই লিড। একটা চরিত্র একে অপরের সাথে যুক্ত। তাই এই ধারাবাহিক এত জনপ্রিয়।

কিন্তু সম্প্রতি ধারাবাহিকের টিআরপি (TRP) অন্য কথা বলছে। যে ধারাবাহিক টিআরপির প্রথমে থাকত, সেই ধারাবাহিক এখন প্রথম তিনেও নেই, তাঁর স্থান হয়েছে পাঁচ এ। এরকম খারাপ অবস্থা দেখে গুঞ্জন শোনা যায়, খুব শীঘ্রই বন্ধ হচ্ছে ধারাবাহিক। সত্যিই তো, টিআরপি খারাপ হলে, এ আশঙ্কা তো হবেই। তবে ধারাবাহিক নির্মাতা বলছেন এ ঘটনা সত্যি নয়।

mithai serial ratul actor udaypratap singh

কিন্তু এই গুঞ্জনের আগুন উস্কে দিল, একটা প্রোমো ভিডিও। আমরা দেখতে পেয়েছি, জি বাংলার পর্দায় সম্প্রতি এসেছে নতুন একটি ধারাবাহিকের প্রোমো ভিডিও। নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে মুখ্য ভূমিকায় থাকছেন পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং রুবেল দাস (Rubel Das)। কিন্তু এই প্রোমোতে দেখা গেল মিঠাই ধারাবাহিকের এক সদস্যকে, যা দেখে সবারই ভয় তীব্র হচ্ছে।

কারণ নতুন ধারাবাহিকের প্রোমো যখন আমরা দেখি, তখন দেখতে পাই, পুরানো ধারাবাহিকের সদস্যদের। যখন নতুন ধারাবাহিকটি শুরু হচ্ছে, তখন দেখা যায় যে পুরানো ধারাবাহিকের সদস্যদের কে দেখেছি, সেই ধারাবাহিক শেষ হয়ে, তার বদলে জায়গা নিয়েছে নতুন ধারবাহিক। আর তাই অনুরাগীদের মনে আশঙ্কা জাগছে।

udaypratap singh

নতুন প্রোমো তে দেখা যাচ্ছে উদয় প্রতাপ সিংকে (Udaypratap Singh)। যাকে মিঠাই ধারাবাহিকে রাতুলের ভূমিকায় দেখা যাচ্ছে। তাহলে কি সত্যিই শেষ হচ্ছে মিঠাই ধারাবাহিক? এ প্রসঙ্গে উদয় প্রতাপ জানান, ‘আমি দুটি ধারাবাহিকেই কাজ করব, যেহেতু আমি মুখ্য চরিত্রে কাজ করছিনা, তাই দুটো ধারাবাহিকে কাজ করতে কোনো সমস্যা হবেনা। আর যেহেতু একই একই প্রযোজনা সংস্থার, তাই সময় নিয়ে কোনো অসুবিধা হবে না’।

এর পাশাপাশি এও জানান, টিআরপি কম বলে এখনই ধারাবাহিক শেষ হচ্ছে না, আগামী দু তিন মাস এমন ঘটনা ঘটবেনা। তবে কোনো ধারাবাহিকের যেমন শুরু আছে, তেমন শেষও রয়েছে। তাই যথাসময়ে ধারাবাহিক শেষ হবে।

Related Post